গোয়ার পর ওড়িশা, ফের নাইট ক্লাবে আগুন। ভুবনেশ্বরের সত্যবিহার এলাকায় পানশালা ও নাইট ক্লাবে অগ্নিকাণ্ড। নাইট ক্লাব থেকে সংলগ্ন আসবাবের দোকানেও আগুন ছড়ায়। কী কারণে অগ্নিকাণ্ড, তদন্তে দমকল ও পুলিশ। এর আগে ৬ ডিসেম্বর রাতে গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়। 

Continues below advertisement

শুক্রবার ১২ ডিসেম্বর ভুবনেশ্বরের সত্য বিহার এলাকায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর ভবন থেকে ধোঁয়া বেরতে দেখা গেছে। তবে আগুন কীভাবে লেগেছিল তা এখনও অজানা। ভয়াবহ আগুন কেবল নাইট ক্লাবকেই ক্ষতিগ্রস্ত করেনি, পাশের একটি আসবাবপত্রের দোকানকেও পুড়িয়ে খাক করেছে। কাঠ এবং স্পঞ্জের মতো উপকরণ থাকার কারণে, আগুন দ্রুত দোকানে ছড়িয়ে পড়ে, যা ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে তোলে।

স্থানীয়রা জানিয়েছেন যে আগুন লাগার সঙ্গে সঙ্গে বাতাসের দিক পরিবর্তনের ফলে বাজার এলাকা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে, কয়েক মিনিটের জন্য দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

Continues below advertisement

ঘটনার খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল বাহিনী দ্রুত দায়িত্ব গ্রহণ করে এবং আগুন যাতে অন্যান্য দোকান এবং আবাসিক এলাকায় ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করে। স্বস্তির বিষয় হল, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণ যাওয়ার পর কেটেছে পাঁচ দিন। অবশেষে আটক করা হয়েছে গোয়ার নাইটক্লাবের দুই মালিক গৌরব এবং সৌরভ লুথরাকে। সূত্রের খবর, বৃহস্পতিবার থাইল্যান্ডে আট করা হয়েছে দুই ভাইকে। আপাতত থাইল্যান্ড প্রশাসনের হেফাজতে রয়েছেন তাঁরা। দ্রুত তাঁদের হেফাজতে নিতে থাইল্যান্ড পাড়ি দেবে গোয়া পুলিশের বিশেষ দল। 

গোয়ার ভয়াবহ দুর্ঘটনার পরই ওড়িশা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস (OFES) রাজ্যের সমস্ত রেস্তরাঁ, বার ও ১০০ জনের বেশি আসনসংখ্যা-যুক্ত স্বাধীন প্রতিষ্ঠানগুলিতে অগ্নি-নিরাপত্তা অডিটের নির্দেশ দিয়েছিল। তার মধ্যেই ফের এমন অগ্নিকাণ্ডে উদ্বেগ বেড়েছে।

প্রসঙ্গত, উত্তর গোয়ার আরপোরায় 'বিচ বাই রোমিও লেন' নাইটক্লাবে গত শনিবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। আগুন লাগার পর অনেকেই কারণ হিসেবে উঠে আসে নানা তত্ত্ব। কিন্তু প্রত্যক্ষদর্শীদের কথায়, নাচের ফ্লোরেই আচমকা আগুন লেগে তা ছড়িয়ে পড়ে চারিদিকে। কয়েক সেকেন্ডের মধ্যে আশপাশও জ্বলতে শুরু করে। তখন ওখানে খুব কম করে হলেও ১০০ জন তো উপস্থিত ছিলেনই, তাঁদের বেশিরভাগই পর্যটক।