কলকাতা: মেঘালয়ের (Meghalaya) পরে এবার বিধানসভা ভোটের (Assembly Election) মুখে ২ দিনের ত্রিপুরা (Tripura) সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী। সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, আগামী ৬ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ত্রিপুরায় পৌঁছবেন।                                         


সেদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। ৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় রোড শো-তে অংশ নেবেন তৃণমূল নেত্রী। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬ তারিখের সফরের আগেই ত্রিপুরা বিধানসভার প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চায় তৃণমূল নেতৃত্ব।                       


আরও পড়ুন, রবিবারে নেই রবির তেজ, সরস্বতী পুজোর আগে ঊর্ধ্বমুখী পারদ


সূত্রের খবর, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। শুক্রবার সেখানকার নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ত্রিপুরায় দলের প্রার্থী তালিকা এবং ইস্তাহার নিয়ে আলোচনা হয়। এরই মধ্যে আগামী মঙ্গলবার শিলং যাচ্ছেন অভিষেক বন্দ্যোরপাধ্যায়। মেঘালয় বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করবেন তিনি। 


এর আগে মেঘালয়ের গারো পাহাড়ে মেন্দিপাথার বিধানসভা কেন্দ্রে প্রথম নির্বাচনী সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একটা দিনে তৃণমূল নেত্রী সভা করছেন, যেদিন নির্বাচন কমিশন মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে। সেদিনের সভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। ইতিমধ্যেই মেঘালয়ে ৬০টির মধ্যে ৫৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ফলে বিরোধীদলগুলির মধ্যে নির্বাচনী দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে তারা। গত মাসে শিলঙে কর্মিসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।                               


এর আগেও আলিপুরদুয়ারে হাসিমারার সভাতেও মমতার পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের অনুষ্ঠানের মঞ্চে সাধারণত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে হাসিমারার প্রশাসনিক জনসভার মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


মমতার কথায়, "তা আমাকে বলছে, না দিদি আমি যাব না, আমি খুব পছন্দ করি এটা। সরকারি কর্মসূচিতে রাজনৈতিক লোক কেন থাকবে? এখানে যাঁরা আছেন, তাঁদের প্রত্যেকের কোনও না কোনও সরকারি পদ রয়েছে। কিন্তু ও একজন সাংসদ হিসাবে নিশ্চয়ই থাকতে পারে। না ও আর বসবে না এখানে, ও বলছে, আমি শুধু ডেকেছি বলে এসেছে।"