নয়াদিল্লি: সন্ত্রাস দমন অভিযানে বড় মাপের কূটনৈতিক জয় পেল ভারত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দৌত্য, প্রয়াসের জেরে মায়ানমারের সেনাবাহিনী সেদেশে গা ঢাকা দিয়ে থাকা ২২ জঙ্গির একটি দলকে ভারতের হাতে তুলে দিল। এই জঙ্গিরা উত্তরপূর্ব ভারতের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য,অসম,মণিপুরে দীর্ঘদিন এদের খোঁজ চলছে। বিশেষ বিমানে আজ তাদের দেশে নিয়ে আসা হয়।
এই প্রথম মায়ানমার সরকার ভারতের অনুরোধ মেনে উত্তরপূর্ব ভারতের জঙ্গি গোষ্ঠীগুলির নেতা, কর্মীদের নয়াদিল্লির হাতে তুলে দিল। জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা ডোভালের অপারেশনকেই এজন্য কৃতিত্ব দেওয়া হয়েছে ওয়াকিবহাল মহলে। এটা ভারত,মায়ানমারের মধ্যে ক্রমবর্ধমান গোয়েন্দা তথ্য আদানপ্রদান ও প্রতিরক্ষা সহযোগিতার ফল হিসাবেও দেখা হচ্ছে।
মায়ানমার থেকে ওই সন্ত্রাসবাদীদের নিয়ে আসা বিমানটি প্রথমে নামে ইম্ফল, পরে গুয়াহাটিতে। দুটি রাজ্যে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তরিত করা হয় ওই সন্ত্রাসবাদীদের।
মায়ানমার আজ যাদের প্রত্যর্পণ করল, তাদের মধ্যে আছে এমন ১২ জন যারা ইউএনএলএফ, প্রিপাক (প্রো), পিএলএ-র সদস্য, বাকি ১০ জন অসমের জঙ্গি গোষ্ঠী এনডিএফবি (এস) ও কেএলও-র।
দেশের নিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞ মহলে এমন আলোচনাও হচ্ছে যে, সাম্প্রতিক কয়েকটি বছরে ডোভালের নেতৃত্বে ভারত, মায়ানমারের মধ্যে সামরিক বোঝাপড়া উন্নত হয়েছে।
ডোভালের উদ্য়োগ সফল, ভারতে ওয়ান্টেড ২২ উত্তরপূর্বের জঙ্গিকে হস্তান্তর করল মায়ানমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2020 08:51 PM (IST)
জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা ডোভালের অপারেশনকেই এজন্য কৃতিত্ব দেওয়া হয়েছে ওয়াকিবহাল মহলে। এটা ভারত,মায়ানমারের মধ্যে ক্রমবর্ধমান গোয়েন্দা তথ্য আদানপ্রদান ও প্রতিরক্ষা সহযোগিতার ফল হিসাবেও দেখা হচ্ছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -