নিজের কেন্দ্রের মহিলাদের শাড়ি উপহার, ভোটে জিতে ঘোষণা মহারাষ্ট্র বিজেপি সভাপতির
Web Desk, ABP Ananda | 28 Oct 2019 04:43 PM (IST)
তিনি বলেছেন, ভেবেছি, এবারের ভাউ-বিজে আমার আর্থিক ভাবে পিছিয়ে থাকা, বস্তিবাসী, গৃহপরিচারিকার কাজ করা বোনেদের জন্য কিছু করব। কিছু বন্ধু-বান্ধবকে বলতে কয়েকজন সাড়া দিয়েছে। নতুন শাড়ির ব্যবস্থা করছে। এ বছর শুরু করছি কোথরুড থেকে, তবে পরের বছর পুণের আটটি বিধানসভা কেন্দ্রের সবগুলোতেই এই কর্মসূচি পালন করা লক্ষ্য হবে।
পুণে: সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে কোথরুড কেন্দ্রে জিতে সেখানকার মহিলাদের ‘ভাউ-বিজ’ পরবে শাড়ি উপহার দেবেন বলে জানালেন মহারাষ্ট্র বিজেপির প্রধান তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল। তিনি আদতে কোলাপুরের লোক। তাই কোথরুডে প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বীরা তাঁকে ‘বহিরাগত’ তকমা দেন। কিন্তু তা সত্ত্বেও এমএনএস প্রার্থী কিশোর শিন্ডেকে ২৫ হাজারের বেশি ভোটে হারিয়ে নির্বাচিত হন পাতিল। তিনি বলেছেন, ভেবেছি, এবারের ভাউ-বিজে আমার আর্থিক ভাবে পিছিয়ে থাকা, বস্তিবাসী, গৃহপরিচারিকার কাজ করা বোনেদের জন্য কিছু করব। কিছু বন্ধু-বান্ধবকে বলতে কয়েকজন সাড়া দিয়েছে। নতুন শাড়ির ব্যবস্থা করছে। এ বছর শুরু করছি কোথরুড থেকে, তবে পরের বছর পুণের আটটি বিধানসভা কেন্দ্রের সবগুলোতেই এই কর্মসূচি পালন করা লক্ষ্য হবে। আমি মানুষকে দিতে চাই। গত বছর নিজের জন্মদিনে মারাঠওয়াড়ায় খরার জন্য সেখানকার মেয়েদের স্কুলের ইউনিফর্ম, জুতো দিতে চেয়েছিলাম। শুভানুধ্যায়ীদের বলেছিলাম, আমায় পুষ্পস্তবক না দিয়ে বরং এ ব্যাপারে সাহায্য করুন। তাঁরা এগিয়ে আসায় তিনি ৩৫ হাজার মেয়ের ইউনিফর্ম, ৫০০০ মেয়ের জুতোর ব্যবস্থা করতে সক্ষম হন বলে জানান পাতিল। কোথরুডে কত শাড়ি বিলি করবেন, সেই সংখ্যা বেঁধে দেওয়া হয়নি বলে জানান তিনি। বলেন, কত শাড়ি সাহায্য হিসাবে পাব, তার ওপর এটা নির্ভর করছে। কোথরুডের পুরপ্রতিনিধি অমল বালওয়াদকর জানিয়েছেন, তিনি পাতিলের অফিস থেকে ইতিমধ্যে ২ হাজার শাড়ি পেয়েছেন, যেগুলি আজই বিতরণ করা হবে।