কলকাতা: সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’ (Agnipath)-এর বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি দেশের বিভিন্ন রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক বিভিন্ন রাজ্য প্রশাসন। সমস্ত জেলা প্রশাসন ও পুলিশকর্তাদের (Police) সতর্ক থাকার কথা বলে নির্দেশিকা জারি করেছে নবান্ন (Nabanna)। 


রাজ্যজুড়ে সতর্কবার্তা


পাশাপাশি সতর্ক রয়েছে কলকাতা পুলিশও (Kolkata Police)। রাজ্য সরকারি অফিস রয়েছে এমন ৪৩ জায়গায় এবং কেন্দ্রীয় সরকারি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। ৫৮টি জায়গায় থাকছে পিসিআর ভ্যান। প্রতি ডিভিশনে নিরাপত্তার দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার বা জয়েন্ট সিপি। সব মেট্রো স্টেশনের সামনে মোতায়েন রয়েছে পুলিশ। বিভিন্ন রেল স্টেশনের বাইরে মোতায়েন অতিরিক্ত বাহিনী।  


হাই অ্যালার্ট একাধিক রাজ্যে


অন্যদিকে, ঝাড়খণ্ড সরকার আগামীকাল রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। রাজ্যজুড়ে হাইঅ্যালার্ট জারি হয়েছে পাঞ্জাবে। নিরাপত্তা জোরদার করা হয়েছে হরিয়ানায়। 


আরও পড়ুন, অগ্নিপথ নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপকে নিষিদ্ধ কেন্দ্রের                                        


এদিকে, অগ্নিপথের নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত রেল পরিষেবা। ভারতীয় রেল সূত্রে খবর, একদিনে রেলে ক্ষতির পরিমান ৩ কোটি ২৯ লক্ষ ৯৭ হাজার ৭২৫ টাকা। এদিকে, আজও বাতিল করা হয়েছে পূর্ব রেলের বহু দূরপাল্লার ট্রেন।                                                                                             


অশান্তি-আশঙ্কায় সতর্ক কলকাতা পুলিশ। এদিকে, অশান্তি এড়াতে, বাঁকুড়ার কেরানিবাঁধ ও স্টেশন মোড় এলাকায় নজরদারি চালায় পুলিশ ও রেলপুলিশ। সেনায় নিয়োগ প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে তাণ্ডব চলে, 
রাজ্যে রাজ্যে বিক্ষোভ, জমায়েত, ধর্না, মিছিল, এই পরিস্থিতিতে, অশান্তি-আশঙ্কায় সব রাজ্যকে রেল স্টেশন, জাতীয় সড়ক ও সরকারি দফতরগুলোয় সুরক্ষা বাড়াতে নির্দেশ দিল কেন্দ্র।