নয়া দিল্লি: দেশজুড়ে অগ্নিপথ (Agnipath)-বিক্ষোভের জের। অগ্নিবীরদের (Agnibir) জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের। প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিংকে (Rajnath Singh) উদ্ধৃত করে ট্যুইটে (Tweet) জানানো হয়েছে, ৪ বছরের মেয়াদ শেষে সেনাবাহিনীতে (Army) চাকরি (Job) না থাকলেও অগ্নিবীর হিসেবে আজীবন পরিচয় দিতে পারবেন প্রশিক্ষিতরা।


শুধু তাই নয়, সমস্ত সরকারি চাকরিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। চাকরি ছাড়া অন্য কোনও জীবিকা বেছে নিলে অগ্নিবীররা তুলনামূলক কম সুদে ঋণ পাবেন। অগ্নিবীরদের প্রশিক্ষণের মেয়াদ ৬ মাসের হলেও, প্রশিক্ষণের মানের সঙ্গে সমঝোতা করা হবে না। 


অগ্নিপথ-বিতর্কের মধ্যেই এবার অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ট্যুইটে লেখা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের  জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের নিয়োগের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমায় ৩ বছর ছাড় দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়াও, অগ্নিবীরদের প্রথম ব্যাচের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমা ৫ বছরের জন্য শিথিল করা হয়েছে।                                  




আরও পড়ুন, ‘অগ্নিপথে’ আজও আগুন, 'অশান্ত' বিহারে বন্ধ ইন্টারনেট, ১৪৪ জারি অযোধ্যায়


অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিহার, হরিয়ানা, তেলঙ্গানা-সহ একাধিক রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। বিরোধিতার আবহেও এই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিও উঠেছে। 


এদিকে, অগ্নিপথ-বিক্ষোভে (Agnipath Agitation) সেকেন্দ্রাবাদ স্টেশনে (Secunderabad Station) পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও একজন। এই ঘটনার তদন্ত শুরু করেছে হায়দরাবাদ সিটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বিক্ষোভের নেপথ্যে কোনও উদ্দেশ্য, ষড়যন্ত্র এবং পূর্ব পরিকল্পনা কাজ করেছে কিনা, তা খতিয়ে দেখা হবে। এদিকে এই ঘটনায় স্তম্ভিত তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন তিনি। এর পাশাপাশি তাঁর পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে CMO-র তরফ থেকে।