নয়াদিল্লি: সরকারি বকেয়া-মামলায় দেশের প্রধান বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার, এক রায়ে ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল ও টাটা টেলিসার্ভিসকে নিজ নিজ অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) বকেয়া মেটাতে ১০ বছর সময় দিল শীর্ষ আদালত।


এর আগে ২০১৯ সালের এক রায়ে এই তিন বেসরকারি টেলিকম সংস্থাকে সরকারের কাছে সব বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। এদিন সেই রায়ে কোনও পরিবর্তন না করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এই তিন সংস্থাকে বকেয়া মেটাতে অবশ্যই হবে। তবে, বকেয়া মেটানোর সময় ১০ বছর করে দেওয়ায় অবশ্যই স্বস্তির নিঃশ্বাস ফলল এই তিন সংস্থা।


এদিন, শীর্ষ আদালত এ-ও জানিয়ে দিয়েছে, নিজ নিজ বকেয়ার ১০ শতাংশ আগামী মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে সংস্থাগুলিকে। বকেয়া মেটানোর ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে, কিস্তি সময়মতো না মেটালে, বকেয়ার ওপর সুদ ধার্য হবে। জরিমানাও হতে পারে। একইসঙ্গে, তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে।