আগ্রা: ১৭ বছরের মেয়ের আচরণে অসন্তুষ্ট হয়ে তাকে খুন করার জন্য ৫০ হাজার টাকা দিয়ে একজন সুপারি কিলারকে নিযুক্ত করেছিল এক মহিলা। কিন্তু, ঘটল উল্টো ঘটনা, মায়ের থেকে মেয়ের খুনের টাকা নিয়ে ওই মহিলাকেই খুন করল সুপারি কিলার। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায় (Agra)।
স্থানীয় সূত্রে জানা গেছে ৩৫ বছরের অলকা তার ১৭ বছরের মেয়ে আচরণে অসন্তুষ্ট হয়ে সুভাষ নামে একজন সুপারি কিলারকে ৫০ হাজার টাকা দিয়েছিল। কিন্তু, সে জানত না যে ওই সুপারি কিলার সুভাষ তার মেয়ের প্রেমিক। তাই তার মা যে মেয়েকে খুনের জন্য ৫০ হাজার টাকা দিয়েছে তা নিজের প্রেমিকা খুলে বলে সুভাষ। তারপর দুজনের মিলে পরিকল্পনা করে খুন করে অলকাকেই।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অলকার মেয়ে স্থানীয় একটি ছেলের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। এর রাগে সে মেয়েকে খুনের জন্য সুভাষকে ৫০ হাজার টাকা দেয়। কিন্তু, সে জানত না যে শ্বশুরবাড়ি থেকে ফোনের মাধ্যমে সুভাষের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখতে তার মেয়ে। ফোনের কললিস্ট খতিয়ে দেখে বিষয়টি জানতে পারার পরে অলকা সেপ্টেম্বরের ২৭ তারিখ মেয়েকে খুন করার জন্য সুভাষকে ৫০ হাজার টাকা দেয়। আর সেই কথা ফোনের মাধ্যমে অলকার মেয়েকে জানিয়ে দেয় সুভাষ। এরপরই দুজনে পরিকল্পনা করে অলকাকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। মেয়েটি সুভাষকে প্রতিশ্রুতি দেয় সে যদি এই কাজটি করতে পারে তাহলে তাকে ফের বিয়ে করবে। খুনের ঘটনার পর পুলিশের কাছে ধরা পড়ে নিজেদের এই কৃতকর্মের কথা স্বীকার করে দুজনে। তার ভিত্তিতে বুধবার সুভাষ ও তার প্রেমিকের গ্রেফতার করে পুলিশ। আর পুরো ঘটনারটির কথা শুনে হতবাক হয়ে যায় তারা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।