মুম্বই: দেখতে দেখতে ছয় মাস হয়ে গেল অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত চিরতরে বিদায় নিয়েছেন। কিন্তু তাঁর মৃত্য়ু হত্যা না আত্মহত্যা তা এখনও জানা গেল না। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন অভিনেতা শেখর সুমন। কেন এখনও আমরা সুবিচারের জন্য কাঁদছি, হতাশা তাঁর পোস্টে।


সুশান্তের মৃত্যুআত্মহত্যা না খুন, সেই বিষয়টি তদন্ত করার জন্য যাঁরা দাবি তুলেছিলেন, তাঁদের মধ্যে শেখর অন্যতম। ঘটনার ছয় মাস অতিক্রান্ত হওয়ার পর তিনি লিখেছেন, ‘এসএসআর চলে গিয়েছে আমাদের ছেড়ে অর্ধেক বছর কেটে গেল। কালপ্রিট কারা? আমরা এখনও কিসের জন্য জাস্টিস চেয়ে কেঁদে চলেছি? কোনও আশা কি আদৌ বেঁচে আছে সুবিচার পাওয়ার? আমরা বরং সমবেতভাবে আওয়াজ তুলি এবার।

প্রতিবাদের ডাক দিয়ে শেখর আরও লিখেছেন, ‘সমস্ত চ্যানেল, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের কাছে আমার আবেদন তদন্ত ও সুবিচারের দাবিতে সকলে সোচ্চার হোন। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনায়েড!’

এদিকে ভাইয়ের মৃত্যুর ছয় মাসকে মাথায় রেখে সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি একটি নতুন সোশ্যাল ক্যাম্পেন শুরু করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “#Oath4SSR আসুন ১৪ ডিসেম্বর দিনটিকে স্মরণ করে সমবেতভাবে সুবিচারের জন্য দাবি জানাই।”



১৪ জুন মুম্বইয়ের নিজের ফ্ল্যাট থেকে সুশান্ত সিংহ রাজপুতের প্রাণহীন দেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে বিতর্ক সেই থেকেই চলছে অবিরাম।