মস্কো: এবার ভারতেই তৈরি হবে রাশিয়ার ভ্য়াকসিন স্পুটনিক ভি। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তথা আরডিআইএফ-এর  সঙ্গে চুক্তি সই করল ভারতীয় ফার্মা সংস্থা হেটেরো। প্রতি বছর  ১০ কোটির ওপর স্পুটনিক-ভি ভ্য়াকসিন তৈরি করাই লক্ষ্য়। ২০২১ সাল থেকে ভারতে শুরু হবে উৎপাদন প্রক্রিয়া।


সারা বিশ্বের মধ্য়ে রাশিয়াই প্রথম ভ্য়াকসিন আবিষ্কারের ঘোষণা করে। ১১ আগস্ট এই ঘোষণা করেছিল রাশিয়া। চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের আগেই স্পুটনিক-ভি ভ্যাকসিন অনুমোদন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


আরডিআইএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক তথ্য় অনুযায়ী, ভ্য়াকসিন নেওয়ার ২৮ দিন পর দেখা গিয়েছে, তা ৯১.৪ শতাংশ কার্যকরী। স্বেচ্ছাসেবকদের থেকে পাওয়া তথ্য় বলছে, প্রথম ডোজ নেওয়ার ৪২তম দিনে তা ৯৫% কার্যকর প্রমাণিত হয়েছে। আরডিআইএফ-এর সিইও কিরিল দিমিত্রেভ বলেন, অত্য়ন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আরডিআইএফ এবং হেটেরোর মধ্য়ে চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে ভারতের মাটিতেই কোভিড প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ও নিরাপদ স্পুটনিক-ভি ভ্যাক্সিন উৎপাদন সম্ভব হবে।


দিমিত্রেভ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সারা বিশ্বজুড়ে কার্যকর ভূমিকা পালন করবে স্পুটনিক-ভি। হেটেরোর সঙ্গে যৌথ উদ্য়োগে আমরা উৎপাদন বাড়াতে পারব। অতিমারি পরিস্থিতি মোকাবিলায় ভারতের নাগরিকদের পাশে দাঁড়াব আমরা।


হেটেরো ল্যাবস লিমিটেডের তরফে আন্তর্জাতিক বিপণন বিভাগের অধিকর্তা বি মুরলী কৃষ্ণ রেড্ডি জানিয়েছেন, কোভিড যুদ্ধে জয়লাভ করার আরেকটা ধাপ এগলাম আমরা। মেক-ইন-ইন্ডিয়া কর্মসূচি অন্য় মাত্রা পেল। এই চুক্তির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আরডিআইএফ-এর  সঙ্গে চুক্তি সই করতে পেরে আমরা খুব আনন্দিত। এরপর আমাদের লক্ষ্য় ক্লিনিকাল ট্রায়াল। স্থানীয়ভাবে এই ভ্য়াকসিন তৈরি হলে রোগীরা উপকৃত হবেন। একইসঙ্গে মেক-ইন-ইন্ডিয়া-র পথ প্রশস্ত হবে।