শিলিগুড়ি: শুভেন্দু অধিকারীর পরবর্তী পদক্ষেপ কী? রাজনৈতিক মহলে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। আর এদিন ফের ‘দাদার অনুগামী’দের পোস্টার পড়ল। সমতলের পর এবার দার্জিলিং এবং কার্শিয়াঙে পোস্টার টাঙিয়েছেন দাদার অনুগামীরা। শুক্রবার সকালে দার্জিলিঙের চকবাজার ও কার্শিয়ঙে শুভেন্দুর ছবি সহ আমরা দাদার অনুগামী লেখা পোস্টার দেখা যায়। কিন্তু দুপুর গড়াতেই উধাও হয়ে যায় সেই পোস্টার। যা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু। যদিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে চিঠি লিখে রাজ্যের পরিবহণ, সেচ দফতর থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু। ই-মেল মারফত ইস্তফা দিয়েছেন রাজ্যপালকেও। আর এদিনই ফের তাঁর সমর্থনে পোস্টার পড়ল।


এবিষয়ে দার্জিলিং-এর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এনবি খাওয়াস বলেন, পাহাড়ে শুভেন্দু অধিকারীর পোস্টার পড়েছে ঠিকই। কিন্তু এখানে শুভেন্দুর কোনও অস্তিত্ব নেই। শিলিগুড়ি থেকে কেউ পোস্টার এসে দিয়ে গেছে মনে হয়। এই পোস্টার নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দার্জিলিং-এ বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন,  পিসি-ভাইপোর দলে সুস্থ মস্তিষ্কের কেউ থাকতে পারবে না। বিজেপিতে এলে শুভেন্দু অধিকারীকে স্বাগত।


রাজ্য়ের একাধিক জেলায় আমরা দাদার অনুগামী লেখা পোস্টার পড়েছে গত কয়েক মাসে। বাদ গেল না পাহাড়ও। এদিকে বেলা বাড়তেই বদলে গেল চিত্র। দার্জিলিং ও কার্শিয়াঙের সকালে যেখানে শুভেন্দু অধিকারীর পোস্টার দেখা গিয়েছিল। দুপুর গড়াতেই সেখান থেকে উধাও হয়ে যায় পোস্টার। কারা পোস্টার দিল, কারা সরাল তা স্পষ্ট নয়।