নয়া দিল্লি: ফের রূপ বদলাচ্ছে এয়ার ইন্ডিয়া (India)। উড়ানের নয়, এবার রূপ বদল ফ্লাইট ক্রু-দের। সূত্রের খবর, নভেম্বর মাসের মধ্যেই নতুন ইউনিফর্মে (Uniform) সাজতে চলেছে এয়ার ইন্ডিয়ার ক্রু-মেম্বাররা। অগাস্ট মাসেই এ বিষয়ে একটি ঘোষণা করেছিল উড়ান সংস্থাটি।                                                                                                                         


সেই ঘোষণায় কী বলা হয়েছিল?


এখন এয়ার ইন্ডিয়ার মহিলা ক্রু-মেম্বার এবং ফ্লাইট অ্যাটেনডেন্টদের শাড়ি পরতেই দেখা যায়। তবে নভেম্বর থেকে সেই নিয়মে বদল আসতে চলেছে। চুড়িদার ডিজাইন করা ইউনিফর্ম পেতে চলেছেন তাঁরা। না হলে স্যুটও ডিজাইন করা হতে পারে তাঁদের জন্য। 


শাড়ি বদলের ইতিহাস


এক জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ৬ দশক পর ইউনিফর্ম বদলাতে চলেছে এয়ার ইন্ডিয়া। ১৯৬২ সালের শুরুর দিকে, জেআরডি টাটার সময়, বিমান সংস্থার ক্রু-রা পশ্চিমা পোশাক পরতেন। মহিলাদের ইউনিফর্মের মধ্যে স্কার্ট, জ্যাকেট এবং ক্যাপ অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে শাড়িকে ইউনিফর্ম হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই সময়ে, টাটা এয়ারলাইন্সের বেশিরভাগ এয়ার হোস্টেস ছিলেন অ্যাংলো-ইন্ডিয়ান বা ইউরোপীয় বংশোদ্ভূত, তাই শাড়িকে ইউনিফর্ম হিসেবে রাখা হয়নি। তবে সেই সময় প্রথম শাড়ি বিনি মিলস থেকে নেওয়া হয়েছিল। জানা গিয়েছিল, কলাকুশলীদের নতুন লুকের দায়িত্ব দেওয়া হয়েছে বিখ্যাত ডিজাইনার মনীশ মলহোত্রকে, যদিও তিনি এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।                                     


ভিস্তারার ইউনিফর্মও একই হবে


এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারা 'এক' হওয়ার পর এর ইউনিফর্মও একই হবে। গত ১০ আগস্ট এয়ারলাইন্সের তরফে এই ঘোষণা করা হয়। তিনি জানান, এ ৩৫০ এয়ারক্রাফটে এয়ারলাইন্সের নতুন ইউনিফর্ম দেখা গেছে, এরপর ইউনিফর্মে পরিবর্তন দেখা যাবে। এই নতুন লুকও হবে সম্পূর্ণ ঐতিহ্যবাহী। 


 


আরও পড়ুন, মার্কিন মুলুকে তৈরি সর্ববৃহৎ মন্দির, চোখ ধাঁধানো স্থাপত্য নজর কেড়েছে বিশ্বের