নয়াদিল্লি : আপদকালীন পরিস্থিতি, লন্ডনের দিকে ঘোরান হল নিউ ইয়র্ক-দিল্লির বিমান (New York- Delhi Flight)। মেডিক্যাল এর্মাজেন্সির জেরে যে সিদ্ধান্ত। নিউ ইয়র্ক থেকে উড়ান শুরু করে সোমবার রাতে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (Delhi Indira Gandhi International Airport) পৌঁছনোর কথা ছিল বিমানটির। কিন্তু সেটি মাঝপথে ঘুরিয়ে দেওয়া হয় লন্ডনের দিকে। জানা যাচ্ছে, বিমানটি নরওয়ের আকাশসীমা দিয়ে উড়ছিল তখন।


মেডিক্যাল এর্মাজেন্সি তৈরি হওয়াতে সেটি তৎক্ষণাৎ ঘোরানো হয় লন্ডনের দিকে। হিথরো বিমানবন্দরে বিমানটি নামানোর পর সেখানকার কর্মীরা আদপকালীন ভিত্তিতে উদ্ধার করেন অসুস্থ হয়ে পড়া ওই যাত্রীকে। যারপর তাঁকে দ্রুত নিয়ে ছোটা হয় হাসপাতালের দিকে।


গতকালই দুবাই থেকে আসা একটি এয়ার ইন্ডিয়ার বিমানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তিরুঅনন্তপুরম বিমানবন্দর (Thiruvananthapuram Airport)। বিমানটি ল্যান্ড করার সময় বেশ কিছু অসুবিধা বোধ করছিলেন বিমানচালক। যার পরই এয়ার ট্রাফিক কনট্রোলের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এর্মাজেন্সি ল্যান্ডিংয়ের কোনও আগাম কথা না জানানো থাকলেও ওই বিমানটির ক্ষেত্রে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।


যার কয়েকদিন আগে বোমাঙ্কের খবরের জেরে দিল্লি থেকে দেওঘরগামী একটি বিমানকে আপদকালীন ভিত্তিতে নামানে হয়েছিল লখনউ বিমানবন্দরে। যাবতীয় বিস্তারিত তল্লাশির পর ফের বিমানটিকে তার লক্ষ্যের উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়। পরে জানা যায়, খবরটি ভুয়ো। যে বিষয়টি নিয়ে শুরু হয় তদন্ত। গতমাসেই উড়ো ফোন ঘিরে ফের বোমাতঙ্ক (Bomb Threat) তৈরি হয়েছিল। যার জেরে দিল্লিতে আটকে পড়ে বিমান। দিল্লি বিমানবন্দরে চলছে তল্লাশি (Delhi Airport)। উড়ানের ঠিক কয়েক মুহূর্তে আগে ফোন আসে বলে জানা যায়। তাতে বিমানে বোমা রয়েছে বলে দাবি করেন জনৈক ব্যক্তি। তার পরই তড়িঘড়ি বিমানের উড়ান আটকানো হয়। নামানো হয় সব যাত্রীদের।


গত বছরের মাঝামাঝি মাঝ আকাশে বিমানে আগুন-আতঙ্ক ছড়ায়। অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন যাত্রীরা। সকাল ৬টা ১০-এ দিল্লি (Delhi) বিমানবন্দর থেকে উড়েছিল জব্বলপুরগামী (Jabalpur) স্পাইসজেটের বিমান। বিমানে ছিলেন ৫০ জন যাত্রী। ৫ হাজার ফুট উচ্চতায় বিমানের কেবিন থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে এনে জরুরি অবতরণ করানো হয়। নিরাপদেই বের করে আনা হয় যাত্রীদের। যা নিয়ে প্রবল আতঙ্ক ছড়িয়েছিল।


আরও পড়ুন- যুদ্ধের বর্ষপূর্তির মুখেই হঠাৎ ইউক্রেন-সফরে মার্কিন প্রেসিডেন্ট, দিলেন পাশে থাকার জোরাল আশ্বাস