কলকাতা: অনেকে বলেন, তাঁর নাকি বয়স বাড়ে না। বছরের পার হওয়ার সঙ্গে সঙ্গে যেন আরও তরুণ তিনি। ছোটপর্দা থেকে বড়পর্দা, সব মাধ্যমেই তাঁর অবাধ যাতায়াত। তবে শুধু অভিনয় নয়, নৃত্যেও যথেষ্ট দক্ষতা রয়েছে এই অভিনেত্রীর। তিনি মনামী ঘোষ (Monami Ghosh)। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনটা ব্যাঙ্ককের সমুদ্রের ধারে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। 


আর ঠিক সেই কারণেই ২ দিন আগেই ব্যাঙ্কক উড়ে গিয়েছেন মনামী। এমনিতেই তাঁর পায়ের তলায় সর্ষে, ফুরসত পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। বিশেষ দিনটা নীল সমুদ্রের ধারে কালো মনোকিনিতে লেন্সবন্দি মনামী। হাতে কেক, মনামী যেন মিশে যেতে চাইছেন সমুদ্রে, আকাশে।                                                                                                                                             


আরও পড়ুন: Sonam Kapoor: অভিনয় নয়, 'জীবনের সেরা কাজ' অন্য কিছু, উপলদ্বি সোনমের


খোলা চুলে অগোছালো সৌন্দর্য্য, মনামীর নতুন ছবিতে মজেছেন নেটিজেনরা। তবে পিছু ছাড়েনি বিতর্ক। অনেকে আবার ছবির কমেন্টবক্সে টেনে এনেছেন 'পাঠান' (Pathaan) ছবিতে দীপিকার মনোকিনির বিষয়টি। বেশরম রং (Besharam rang) গানে দীপিকার গেরুয়া মনোকিনি নিয়ে বিতর্ক কম হয়নি। এমনকি গানের ওপর চলেছে সেন্সর বোর্ডের কাঁচিও। তবে মনামীর ছবিতে অনেকে মন্তব্য করেছেন, যাঁরা দীপিকার গেরুয়া মনোকিনি নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন তাঁরা কোথায় এখন?                                                   


এসব মন্তব্যের অবশ্য উত্তর দেননি মনামী। সমুদ্রের ধারে তিনি এখন ব্যস্ত বিশেষ দিনটা উদযাপন করতে। আগামীতে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-র বিপরীতে মৃণাল সেন (Mrinal Sen)-এর বায়োপিক 'পদাতিক'-এ দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই চলছে ছবির শ্যুটিং। এই বায়োপিক পরিচালনার দায়িত্বে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।