পার্থপ্রতিম ঘোষ, হাওড়া: বিধানসভায় আসার পথে হাওড়ায় দুর্ঘটনার কবলে পড়ল নৌশাদ সিদ্দিকির গাড়ি। আইএসএফ বিধায়কের দাবি, সাঁতরাগাছির গরফায় কোনা এক্সপ্রেসওয়ের ওপর আচমকাই ব্রেক কষে একটি গাড়ি। ভাঙড়ের আইএসএফ বিধায়কের গাড়ি ওই গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। দুমড়ে-মুচড়ে যায় নৌশাদ সিদ্দিকির গাড়ির সামনের অংশ। যদিও আইএসএফ বিধায়কের আঘাত লাগেনি। ওই রাস্তায় সিগনাল না থাকায়, দুর্ঘটনা বলে দাবি করেছেন নৌশাদ।


হাওড়ায় দুর্ঘটনার কবলে পড়ল নৌশাদ সিদ্দিকির গাড়ি। সাঁতরাগাছির গরফায় কোনা এক্সপ্রেসওয়ে একটি ফুড ডেলিভারি ভ্যান আচমকা ব্রেক কষায় ঘটে বিপত্তি। এদিন  দুপুর বারোটা নাগাদ নৌশাদ সিদ্দিকির গাড়ি এই ফুড ডেলিভারি গাড়িতে ধাক্কা মারে। নৌশাদ সিদ্দিকির গাড়ির সামনের অংশ দমুড়ে মুচড়ে যায়। নৌশাদ সিদ্দিকি যখন বিধানসভায় যাচ্ছিলেন তখন দুর্ঘটনা ঘটে ।যদিও নৌশাদ সিদ্দিকির আঘাত লাগেনি। তবে দুর্ঘটনার পর চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন তিনি। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার দিকে আঙুল তুলেছেন।

গত ২১ জানুয়ারি আইসএফের প্রতিষ্ঠা দিবসের দিন ভাঙড়ের হাতিশালায় ভাঙচুর করা হয় নৌশাদ সিদ্দিকির গাড়ি। ভাঙা গাড়ি নিয়েই বিধানসভায় যাচ্ছিলেন আইএসএফ বিধায়ক। দুর্ঘটনার পর গাড়িটিকে আটক করেছে জগাছা থানার পুলিশ। এদিকে তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার জগৎবল্লভপুর। চলে কয়েক রাউন্ড গুলি। বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। এদিন পোলগুস্তিয়ায় নৌশাদ সিদ্দিকির কর্মী সম্মেলন ছিল। স্থানীয় সূত্রে দাবি, সেই কর্মসূচি শেষের পরই তালপুকুর বাজারের কাছে দু-পক্ষের সংঘর্ষ বাধে। জখম হয় উভয়পক্ষের অন্তত ৫ জন। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী, র‍্যাফ। ISF-এর অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে তাদের সভায় ভিড় দেখেই হামলা চালায় তৃণমূল। বহিরাগতদের নিয়ে এসে ISF-এর বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল। 


আরও পড়ুন: DA Agitation: বকেয়া DA-এর দাবিতে অব্যাহত আন্দোলন, এবার দিল্লির দরবারে আন্দোলনকারীরা