চিনে ভয়াবহ আকার ধারণ করেছে নোভেল করোনার ভাইরাস। মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই ভাইরাসের সবথেকে বেশি প্রভাব পড়েছে চিনের উহানে। এই শহরেই থাকেন প্রচুর ভারতীয়। বাংলার একাধিক মানুষও আটকে ছিলেন উহানে। শুক্রবার ভারত সরকার উহানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটিকে পাঠায়।
ফেরার পরে তাঁদের দিল্লির কাছে মানেসরে সেনা শিবিরে বিশেষ ওয়ার্ডে ‘কোয়ারেন্টাইন’ করে রাখা হবে। সেখানে তাঁদের দু’সপ্তাহের জন্য কড়া নজরে রাখবে চিকিৎসক ও চিকিৎসা কর্মীর দল। উদ্ধারে সহযোগিতার জন্য চিনের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
চিনে করোনা ভাইরাসের ভয়াবহতা বিচার করে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ দুই সপ্তাহে চিন সফররত বিদেশী নাগরিকদের জন্য সে-দেশের দরজা বন্ধ করে দিয়েছে। ফলে চিন থেকে কোনও বিদেশী নাগরিক আমেরিকায় যেতে পারবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনার ভাইরাসকে গ্লোবাল এমার্জেন্সি বলে ঘোষণা করেছে।
ইতিমধ্যে এখন চিন উহান শহর এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে কমপক্ষে পাঁচ কোটি মানুষের যাতায়াত নিয়ন্ত্রিত করা হয়েছে। সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ নিয়েছে