নয়াদিল্লি: কয়েকহাজার ফুট উঁচুতে উড়ছে যাত্রীভর্তি বিমান। সেখানেই বিমানের শৌচাগারে লুকিয়ে ধূমপান করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। প্রতিবাদ করায় সহযাত্রীর উপর চড়াও হওয়ার অভিযোগও উঠল তাঁর বিরুদ্ধে।


রবিবার এয়ার ইন্ডিয়ার (Air India) লন্ডন-মুম্বই (London-Mumbai) বিমানে এমন ঘটনা ঘটে। অভিযুক্তের বিরুদ্ধে মুম্বইয়ের একটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত বছর সাইত্রিশের এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি জন্মসূত্রে ভারতীয় কিন্তু এখন আমেরিকার নাগরিক। তাঁর মার্কিন পাসপোর্ট রয়েছে। 


কী জানিয়েছে বিমান সংস্থা:
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি ১০ মার্চের লন্ডন-মুম্বইয়ের বিমানের শৌচাগারে ঢুকে ধূমপান করছিলেন। বাধা দেওয়ায় তিনি অত্য়ন্ত দুর্বব্যবহারও করেন বলে অভিযোগ রয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের মাটিতে বিমান নামার পরে ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে। তদন্তে সবরকম সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও ঘটনা ঘটলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না এয়ার ইন্ডিয়ার তরফে।


মুম্বই পুলিশের সূত্রে জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারা, বিমান আইনের ২২, ২৩ ও ২৫ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। 


আরও সমস্যা:
মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ। ইঞ্জিন ফুটো হয়ে চুইঁয়ে পড়ছিল তেল। তাতে তড়িঘড়ি জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের (Air India)। নেওয়ার্ক থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়া-র ৭৭৭-৩০০ ER বিমানটি (AI106)। বিপত্তির জেরে বিমান ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় সুইডেনে। সেখানে স্টকহোম বিমানবন্দে জরুরি অবতরণ হয় বিমানটির (Air India Flight Emergency Landing)। সম্প্রচি নেওয়ার্ক থেকে দিল্লি আসার পথে বিপত্তি দেখা দেয় বিমানটিতে। সেই সময় বিমানটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। হঠাৎ দেখা যায়, বিমানের ইঞ্জিন চুঁইযে তেল পড়ছে। তাতেই বিপদ আঁচ করে বিমানটির জরুরি অবতরণ করান পাইলট। বিমানের সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া (Air India Flight Oil Leak)। 


এর আগে আপদকালীন পরিস্থিতি, লন্ডনের দিকে ঘোরান হল নিউ ইয়র্ক-দিল্লির বিমান (New York- Delhi Flight)। মেডিক্যাল এর্মাজেন্সির জেরে যে সিদ্ধান্ত। নিউ ইয়র্ক থেকে উড়ান শুরু করে সোমবার রাতে দিল্লির ইন্দিরা গাঁধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (Delhi Indira Gandhi International Airport) পৌঁছনোর কথা ছিল বিমানটির। কিন্তু সেটি মাঝপথে ঘুরিয়ে দেওয়া হয় লন্ডনের দিকে। জানা যাচ্ছে, বিমানটি নরওয়ের আকাশসীমা দিয়ে উড়ছিল তখন।


আরও পড়ুন: হোলি পার্টির ফার্মহাউজ থেকে উদ্ধার 'ওষুধ', সতীশ কৌশিকের মৃত্যু তদন্তে দাবি পুলিশের