নয়া দিল্লি: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর খোদ এয়ার ইন্ডিয়ার একটি অফিসেই চলল পার্টি! উদ্দাম নাচ-গানে মেতেছিলেন কয়েকজন কর্মী ও আধিকারিক। সেই নাচের ভিডিও ভাইরাল হয়। যা ঘিরে দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়।                                         

ভিডিও প্রকাশ্যে আসার পরেই কড়া পদক্ষেপ করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে চিফ অপারেটিং অফিসার (COO), ২ ভাইস প্রেসিডেন্ট-সহ ৪ আধিকারিককে। AISAT টাটার উড়ান সংস্থায় বিমানে খাবার সরবরাহ এবং অন্যান্য সুযোগ সুবিধার দেখভাল করে।                                            

ভিডিও প্রকাশ হতেই সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়, ‘এআইএসএটিএস সোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিও সম্পর্কে অবগত, যা দুর্ভাগ্যবশত সম্পূর্ণরূপে প্রাসঙ্গিক নয়। তবুও এর ফলে যে মানসিক অস্বস্তির সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’                                  

এই ভিডিওর আটদিন আগেই আমেদাবাদে- এয়ার ইন্ডিয়া বোয়িং বিমানে দুর্ঘটনা ঘটেছিল। ভাইরাল ভিডিও-য় দেখা গিয়েছে, গুরুগ্রামের AISATS-এর দফতরে ডিজে বাজছে। নাচে ব্যস্ত নানা স্তরের কর্মী-আধিকারিকরা। যাঁদের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, এআইএসএটিএস-এর চিফ অপারেটিং অফিসার আব্রাহাম জাকারিয়া, সংস্থার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের জিএম সম্প্রীত কোটিয়ানকে।                                

কিন্তু এই বিবৃতির পরও ক্ষোভ কমেনি। অনেকেরই মত, এই ক্ষমা চাওয়া হাস্যকর এবং কোনও মূল্য নেই। যখন মৃতদের পরিবার শেষকৃত্যের জন্য অপেক্ষা করছে, তখন উদযাপন ও নাচ ‘অত্যন্ত নির্মম এবং অসম্মানজনক’ বলে নিন্দা করেছে নানা মহল।                                

অবশেষে ফের সংস্থার তরফে একটি বিবৃতি পেশ করা হয়। যাতে বলা হয়, ‘এই আচরণ আমাদের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এবং সহানুভূতি ও পেশাদারিত্বের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার সঙ্গে সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’