নয়াদিল্লি: আনারসে বাজি ভরে খাইয়ে যেভাবে কেরলে এক গর্ভবতী হাতিকে খুন করা হয়েছে তার প্রতিবাদে মুখর গোটা দেশ। বাদ যাননি ক্রীড়াবিদ, শিল্পপতিরাও। সকলের সঙ্গে গলা মিলিয়ে তাঁরা দাবি করেছেন, অপরাধীর চরম শাস্তি হোক, বন্ধ হোক এমন ঘৃণ্য অপরাধ।


ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এ ব্যাপারে টুইট করেছেন। বলেছেন, কেরলে যা হয়েছে তা জেনে তিনি আলোড়িত। জীবজন্তুকে ভালবাসা উচিত, এমন কাপুরুষোচিত আচরণ বন্ধ হোক।


ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী টুইটে বলেছেন, নিরীহ একটা জন্তুকে পেয়ে এমন আচরণ করল কিছু মানুষ। এরা রাক্ষস, প্রাণপণে আশা করি, এরা এই আচরণের মূল্য দেবে। বারবার প্রকৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি আমরা। কীভাবে নিজেদের সভ্য বলি?


একইভাবে ঘটনার নিন্দা করে অপরাধীদের শাস্তি দাবি করেছেন রতন টাটা, অনুষ্কা শর্মা।



গত মাসের ২৭ তারিখ কেরলের মালাপ্পুরমে একটি ৬ মাসের গর্ভবতী ক্ষুধার্ত হাতির মুখে শক্তিশালী বাজি ভর্তি আনারস তুলে দেওয়া হয়। মানুষকে বিশ্বাস করে তা খেয়ে ফেলে সে। তারপরই মুখের মধ্যে ফেটে যায় বাজি। সন্তানের যন্ত্রণা কম করার মরিয়া চেষ্টায় পুকুরের জলে গিয়ে দাঁড়িয়েছিল সে। সেখানেই সেভাবে তার মৃত্যু হয়। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।