কলকাতা: গত ৬ বছরে পুরোপুরি বদল গিয়েছে দেশের ডিজিটাল চিত্র। ৪জি নেটওয়ার্ক, তার গতি আমাদের কাজকর্ম অনেক সহজ করে দিয়েছে। করোনা অতিমারীর সময়েও লকডাউনে আমাদের পাশে দাঁড়িয়েছে ৪জি নেটওয়ার্ক।  কিন্তু দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আন্দামান-নিকোবরে এতদিন ৪জি যায়নি। এবার তাও সম্ভব করে দেখাল এয়ারটেল।



দেশের সব থেকে বড় মোবাইল সংস্থাগুলির অন্যতম এয়ারটেল বিএসএনএলের সঙ্গে পার্টনারশিপে গিয়ে আন্দামান-নিকোবরে আল্ট্রা ফাস্ট ৪জি নেটওয়ার্ক পরিষেবা চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উদ্বোধন করেছেন এই পরিষেবা। এয়ারটেল বরাবরই তাদের গ্রাহকদের মতামতের মূল্য দিয়েছে সব থেকে বেশি। সমুদ্রের নীচ দিয়ে আন্দামান-নিকোবরে নেটওয়ার্ক পৌঁছনো বিরাট চ্যালেঞ্জের ব্যাপার ছিল। কিন্তু  চেন্নাই থেকে আন্দামান পর্যন্ত সমুদ্রের নীচে ২৩১৩ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল পাতা হয়েছে। এয়ারটেলই প্রথম কোনও মোবাইল অপারেটর যারা আন্দামান-নিকোবরে ৪জি-র আল্ট্রা হাই স্পিড পৌঁছে দিল।


২০০৫ সাল থেকে আন্দামানে পৌঁছে গিয়েছে এয়ারটেল। তারাই প্রথম নেটওয়ার্ক যারা এই দ্বীপগুলিতে মোবাইল পরিষেবা পৌঁছে দেয়। প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেছেন, ৪জি পরিষেবার সঙ্গে সঙ্গে আন্দামান নিকোবরের বাসিন্দাদের পড়়াশোনা, ব্যাঙ্কিং ও অনলাইন কাজকর্ম আরও গতি পাবে। এয়ারটেল চেয়ারম্য়ান সুনীল ভারতী মিত্তাল এ জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তিনি বলেছেন, ফাইবার লাইনের মাধ্যমে ভারত   ডিজিটাল ট্রান্সমিশনের এক নয়া অধ্যায় উন্মোচন করল। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি তাঁর দুর্মূল্য সময় ব্যয় করে এই পরিষেবা উদ্বোধন করলেন।



৪জি পরিষেবার মাধ্যমে আন্দামান-নিকোবরের বাসিন্দাদের জীবনযাত্রায় পরিবর্তন আসবে বলে আশাপ্রকাশ করেছেন সুনীল ভারতী। তিনি বলেছেন, আন্দামান-নিকোবরের জন্য এই ফাইবার সংযোগ গেম চেঞ্জার  হয়ে উঠবে। এখন মানুষ এর মাধ্যমে ৪জি পরিষেবা পাবেন, এরপর শিগগিরই শুরু হবে ৫জি পরিষেবা। এয়ারটেল ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। তাঁদের আশা, টেলিকম মন্ত্রক সব রকম সাহায্য করবে এ ব্যাপারে।


গ্রাহকদের সমস্যা মেটাতে সবার আগে রয়েছে এয়ারটেল। তাঁদের সমস্যা মেটাতে তারা শুরু করেছে জিরো কমপ্লেন্ট ক্যাম্পেন। এই ক্যাম্পেনের মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা বরাবরের মত মেটাতে চায় তারা। ইন্ডোর কভারেজ, লকডাউনে রিচার্জ ও স্লো ডেটার মত প্রশ্নের জবাব এয়ারটেল ইতিমধ্যেই দিয়েছে। আন্দামান-নিকোবরে আল্ট্রা-ফাস্ট ৪জি নেটওয়ার্ক চালু এই লক্ষ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।