মুম্বই: এবার হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত ঐশ্বর্যা রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যাও। এদিন সন্ধ্যায় দুজনকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
করোনা আক্রান্ত হওয়ার পরে বাড়িতেই ছিলেন ঐশ্বর্যা-আরাধ্যা। মৃদু উপসর্গ হওয়ায় বাড়ি থেকেই চলছিল চিকিৎসা। এখনও নানাবতী হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক।
প্রথমে জানা গিয়েছিল, বচ্চন পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা হতেই ঐশ্বর্যা রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের রিপোর্টও পজিটিভ আসে।
ঐশ্বর্যা ও আরাধ্যার আরাধ্যার করোনা উপসর্গ তেমন গুরুতর নয়। তাই বাড়িতেই আইসোলেশনে ছিলেন দু’জন। কিন্তু, এদিন সন্ধ্যায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রসঙ্গত, করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা আগের থেকে ভাল। অভিষেক বচ্চনও আগের থেকে ভাল আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
শোনা যাচ্ছে, খুব শিগগিরিই অভিষেককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। অমিতাভ বচ্চনের বয়স ও মেডিক্যাল হিস্ট্রির কথা মাথায় রেখে তাঁকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখবেন নানাবতী হাসপাতালের চিকিত্সকরা।
গত শনিবার অমিতাভ বচ্চন ট্যুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। কিছুক্ষণ পর জানা যায়, অমিতাভ-পুত্র অভিষেকেরও করোনা রিপোর্ট পজিটিভ।