মুম্বই: অভিনেতা থেকে নেতা হওয়ার ঝোঁক কমজনের হয় না। 'বিগ বস' খ্যাত অভিনেতা এজাজ খানও সেই রাস্তা ধরেছিলেন। কিন্তু গোড়াতেই জোর ধাক্কা খেতে হল তাঁকে। লজ্জাজনক হারের সম্মুখীন হলেন। কারণ NOTA-ৎর চেয়েও কম ভোট পেয়েছেন তিনি। সাকুল্যে মাত্র ১৫৩টি ভোট পেয়েছেন এজাজ। (Maharashtra Assembly Elections 2024)
একসময় হিন্দি সিরিয়াল এবং চলচ্চিত্রে নিয়মিত দেখা যেত এজাজকে। রিয়্যালিটি শো 'বিগ বস'-এও অংশ নেন। সম্প্রতি রাজনীতিতে পদার্পণ করেন এজাজ। এ বছর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনেও নাম লেখান তিনি। ভারসোভা আসন থেকে প্রার্থী হন। কিন্তু শনিবার নির্বাচনের ফলপ্রকাশ হতে দেখা গেল, সাকুল্যে ১৫৩টি ভোট পেয়েছেন এজাজ। দুপুর সওয়া ৩টে পর্যন্ত এজাজের প্রাপ্ত ভোট ১৫৩ বলেই দেখা যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। সেই নিরিখে NOTA-য় ভোট পড়েছে ১২৭৮টি। (Ajaz Khan)
চন্দ্রশেখর আজাদের 'আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম)' এজাজকে নির্বাচনের টিকিট দেয় এবছর। সোশ্যাল মিডিয়ায় এজাজের অনুরাগীর সংখ্যা প্রায় ৫৬ লক্ষ। অথচ তার সিকিভাগ ভোটও অভিনেতার ঝুলিতে পড়েনি। NOTA-য় ভোট দেওয়ার অর্থ, প্রার্থীদের কাউকেই পছ্ন্দ নয়। অর্থাৎ এজাজের নামের পাশের বোতামে চাপ দেওয়ার পরিবর্তে, সেই NOTA-য় ভোট দেওয়া শ্রেয় মনে হয়েছে সাধারণ মানুষের।
এর আগে, লোকসভা নির্বাচনেও প্রার্থী হন এজাজ। মুম্বই নর্থ-সেন্ট্রাল আসন থেকে নির্বাচনে দাঁড়ান তিনি। কিন্তু সেখানেও মুখ থুবড়ে পড়েন এজাজ। অভিনয়েও সেভাবে সাফল্য পাননি তিনি। তাই এবার নতুন কোনও পেশার দিকে ঝুঁকবেন কি না, সেই নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এজাজ যদিও এই হার নিয়ে কোনও মন্তব্য করেননি।
যে ভারসোভা আসন থেকে প্রার্থী হন এজাজ, সেখানে এগিয়ে রয়েছেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) প্রার্থী হারুন খান। বিজেপি-র ভারতী লাভেকরের সঙ্গে জোর টক্কর চলছে তাঁর। দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ফারাক মাত্র ২১৬০। শেষ পর্যন্ত কে বিজয়ী হন, তা-ই দেখার। তবে মহারাষ্ট্রে এবার বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার গড়তে চলেছে। মহারাষ্ট্র নিয়ে বুথফেরত সমীক্ষাতেও NDA এত ভোট পাবে বলে ইঙ্গিত ছিল না। শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।