নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর ইস্যুতে যখন উপসাগরীয় দেশ আরব আমির শাহি এবং সৌদি আরবকে নিজেদের পক্ষে টানার মরিয়া চেষ্টা করছে পাকিস্তান, তখনই পাল্টা কূটনৈতিকে চালে বাজিমাত করতে তৎপর ভারত। ইসলামাবাদের সঙ্গে রিয়াধের সম্পর্ক মজবুত হওয়ার আগেই হাত প্রশস্ত করে বন্ধুতার বার্তা দিল দিল্লি। প্রধানমন্ত্রী ইমরান খানের আরব সফরের পর সৌদি আরবের রাজা মহম্মদ-বিন-সলমন এবং আরব আমির শাহির রাজা মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করে কাশ্মীরের কথা জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।


২ ঘণ্টারও বেশি সময় সৌদির রাজা সলমনের সঙ্গে বৈঠক করেছেন দোভাল। সূত্রের খবর, সলমনের কানে কাশ্মীরেরে কথা তুলে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দুজনের মধ্যে কথা হয়েছে সন্ত্রাসদমন ও বিশ্ব নিরাপত্তা নিয়ে। দোভাল সাক্ষাৎ করেন সৌদি আরবের নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ আল আইবানের সঙ্গেও। পরে ইউএই-র রাজা আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক হয় দোভালের।


সূত্রের খবর, এই দ্বিপাক্ষিক বৈঠক স্রেফ একটি বিষয়ভিত্তিক ছিল না। কাশ্মীর ছাড়াও দুই দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি নিয়েও আলাপ আলোচনা হয়েছে বলে খবর।