নয়াদিল্লি: আগামী সপ্তাহেই ভারতে আসছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। চেন্নাইয়ের মহাবলীপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠকে বসবেন তিনি। যদিও কেন্দ্রের তরফে এই বৈঠক নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী মোদি-জিনপিং বৈঠকের আগে ফের একবার চিন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি ইমরানের তৃতীয় চিন সফর। সূত্রের খবর, ৮ অক্টোবর চিন যেতে পারেন ইমরান।


ভারতে চিনা রাষ্ট্রপতির আগমনের আগে ইমরানের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। প্রসঙ্গত, কেন্দ্র সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর থেকেই চিন সহ আরও একাধিক ‘ক্ষমতাধর’ রাষ্ট্রের কাছে ভারতের বিরুদ্ধে নালিশ করেছে পাকিস্তান। সেই অভিযোগের ভিত্তিতেই চিন বিবৃতি দিয়ে বলে জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্ত ‘একতরফা’। ৩৭০ অনুচ্ছেদ বিলোপ ইস্যুতে পাকিস্তানের সপেক্ষ না দাঁড়ালেও চিন যে তার তীক্ষ্ণ নজর ভারতের ওপর রেখেছে তা স্পষ্ট করে দিয়েছে কমিউনিস্ট দেশ। অগাস্টে চিন সফরে গিয়ে পরিস্থিতি অনুকূলে রাখার একটা চেষ্টা করে এসেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।


উল্লেখ্য, মোদি-জিনপিং  শেষবার বৈঠকে বসেছিলেন উয়ানে। সেখানে দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের পর,  মোদি জানিয়েছিলেন, ভারত ও চিনের মধ্যে এমন ‘ইনফর্মাল বৈঠক’ দুই দেশের ট্র্যাডিশন হয়ে উঠছে।