রাষ্ট্রপুঞ্জে দেওয়া ভাষণের জন্য ইমরানেরও সমালোচনা করে গম্ভীর ট্যুইট করেন, খেলার মাঠের লোকজনকে রোল মডেল, সত্ চরিত্রের মানুষ মনে করা হয়। টিম স্পিরিট, ন্যয়নীতির বাহক, চরিত্রবান বলা হয়। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জেও এক প্রাক্তন খেলোয়াড়ের ভাষণ শুনেছি আমরা। সন্ত্রাসবাদীদের রোল মডেল হয়ে ওঠায় ইমরান খানকে ক্রীড়াবিদদের মহল থেকে অবশ্যই বহিষ্কার করা উচিত। সম্প্রতি পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, কর্তারপুর করিডরের উদ্বোধন অনুষ্ঠানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আমন্ত্রণ পাঠাব। উনি শিখ সম্প্রদায়েরও প্রতিনিধি। গুরু নানকের ৫৫০-তম জন্মবার্ষিকীর প্রাক্কালে কর্তারপুর করিডরের উদ্বোধন হওয়ার কথা। ইমরান ‘সন্ত্রাসবাদীদের রোল মডেল’! কটাক্ষ গম্ভীরের, মনমোহনকে পাক আমন্ত্রণ খারিজ
Web Desk, ABP Ananda | 02 Oct 2019 03:55 PM (IST)
গম্ভীর মনমোহনকে পাঠানো পাক আমন্ত্রণ খারিজ করে বলেছেন, কংগ্রেসই ঠিক করুক, ডঃ সিংহকে পাকিস্তানে পাঠাবে কিনা। নভজ্যোত সিংহ সিধু তো ওদেশে গিয়ে জেনারেল বাজওয়াকে বুকে জড়িয়ে ধরেছিলেন।
নয়াদিল্লি: ইমরান খানকে ‘সন্ত্রাসবাদীদের রোল মডেল’ বলে আক্রমণ গৌতম গম্ভীরের। পাকিস্তানি প্রধানমন্ত্রীকে তোপ দাগার পাশাপাশি পাকিস্তানের কর্তারপুর করিডরের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আমন্ত্রণকেও কটাক্ষ করেছেন তিনি। ক্রিকেটার ময়দান থেকে রাজনীতিতে এসে বিজেপি সাংসদ হওয়া গম্ভীর মনমোহনকে পাঠানো পাক আমন্ত্রণ খারিজ করে বলেছেন, কংগ্রেসই ঠিক করুক, ডঃ সিংহকে পাকিস্তানে পাঠাবে কিনা। নভজ্যোত সিংহ সিধু তো ওদেশে গিয়ে জেনারেল বাজওয়াকে বুকে জড়িয়ে ধরেছিলেন। এর বিরোধিতা করেছিলেন মাত্র একজন, ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। গম্ভীর আরও বলেন, সম্ভবত এটা পাকিস্তানের আরেকটা রাজনৈতিক চাল। ওরা তো রাষ্ট্রপুঞ্জে দায়ের করা অভিযোগে কংগ্রেসের বক্তব্যের উল্লেখও করেছে।