বাঁকুড়া: মধ্যপ্রদেশের ভোপালে আকাঙ্ক্ষা শর্মা খুনের ঘটনায় বাঁকুড়া আদালতে দোষী সাব্যস্ত উদয়ন দাস। যাবজ্জীবনের সাজা আদালতের। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ভোপালের গোবিন্দপুরা থানার সাকেতনগরে উদয়নের বাড়ি থেকে উদ্ধার হয় বাঁকুড়ার বাসিন্দা আকাঙ্ক্ষা শর্মার দেহাবশেষ। পুলিশ জানায়, ২০১৬-র ২৭ ডিসেম্বর রাতে খুন হন আকাঙ্ক্ষা। বচসার জেরে তাঁকে গলা টিপে খুন করে প্রেমিক উদয়ন দাস। মৃতদেহ রাখা হয় লোহার বাক্সে। পরে এর উপর কংক্রিটের গাঁথনি তুলে দেয় উদয়ন। জেরায় পুলিশ জানতে পারে, প্রেমিকাকে খুনের আগে নিজের বাবা ও মাকেও খুন করে ভোপালের বাড়ির বাগানে পুঁতে দেয় ওই যুবক। ভোপাল থেকে গ্রেফতার হয় উদয়ন। ৭ ফেব্রুয়ারি তাকে বাঁকুড়া আদালতে তোলা হয়। সেই থেকে জেলেই ছিল তিনটি খুনে অভিযুক্ত উদয়ন। ৩০ এপ্রিল চার্জশিট পেশ করে পুলিশ। গতকাল উদয়নকে দোষী সাব্যস্ত করে বাঁকুড়া আদালত।