নয়াদিল্লি: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আগেই জানিয়ে দিয়েছে, নিট ২০২০ এবং জেইই ২০২০ পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হবে। প্রসঙ্গত জেইই(মেন) পরীক্ষা ২০২০ হবে ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর হওয়ার কথা। অন্যদিকে, সর্বভারতীয় মেডিক্যাল (নিট ২০২০) হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর। জানা গিয়েছে, এই অ্যাডমিট কার্ডই পরীক্ষার্থীদের হল টিকিট হিসেবে কাজ করবে। এনটিএ-র তরফে জানানো হয়েছে, ৯৯ শতাংশ পরীক্ষার্থীদের তাঁদের প্রথম পছন্দের কেন্দ্র দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আজ কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে নিট-জেইই ২০২০ অ্যাডমিট কার্ড।
কী করে নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন:
ন্যাশনাল টেস্ট এজেন্সি (এনটিএ) সরকারি ওয়েবসাইট https://www.nta.ac.in/ -তে যান
'NEET admit card 2020' শীর্ষক লিঙ্কে ক্লিক করুন।
নতুন পেজ খুলবে। সেখানে নিজের আবেদন নম্বর, জন্মতারিখ ও সিকিউরিটি পিন নির্দিষ্ট জায়গায় লিখুন
SUBMIT বটন ক্লিক করুন। আপনার স্ক্রিনে নিট অ্যাডমিট কার্ড ২০২০ ফুটে উঠবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্টআউট নিয়ে রাখুন।
নিট-জেইই নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধী দলগুলির তরজা বেশ কিছুদিন ধরেই চলছে। মমতা সনিয়া গাঁধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধী -- সকলেই প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, পরীক্ষা স্থগিত রাখতে।
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টেও উঠেছে মামলা। সেখানেও পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। যদিও, শীর্ষ আদালত পরীক্ষা স্থগিত রাখার বিপক্ষেই রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদনের পিছনে কোনও যৌক্তিকতা নেই।
কিন্তু, ফের পরীক্ষা পিছনোর দাবি নিয়ে সর্বোচ্চ আদালতে নতুন আবেদন করেছে পরীক্ষার্থীদের একাংশ। তবে, যদি অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়, তাহলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আরও কমে যাবে বলেই মনে করা হচ্ছে।
গতকাল ফের নরেন্দ্র মোদিকে এই মর্মে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, সেপ্টেম্বরে নিট-জেইই নিয়েও কেন্দ্রের কাছে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানাচ্ছি। পড়ুয়াদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। পাশাপাশি, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সরব হওয়ার বিষয়টিও ট্যুইটে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
ট্যুইটারে তিনি লিখেছেন, সেপ্টেম্বরে নিট-জেইই নিয়ে কেন্দ্রের কাছে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানাচ্ছি। পড়ুয়াদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ ভিডিও কনফারেন্সে সেপ্টেম্বরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে ইউজিসি-র নির্দেশিকা জারির বিরুদ্ধেও আমি সরব হয়েছিলাম। এই সিদ্ধান্তে পড়ুয়াদের বিপদে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছিলাম।
রাহুল গাঁধী লেখেন, দেশের পড়ুয়াদের মন কি বাত শুনুক কেন্দ্র। নিট-জেইই নিয়ে কেন্দ্রকে খোঁচা রাহুলের। কংগ্রেস সাংসদের ট্যুইট, দেশের লক্ষ লক্ষ পড়ুয়া নিট-জেইই নিয়ে সরকারকে কিছু বলতে চায়। সরকারের উচিত এর গ্রহণযোগ্য সমাধান বের করা।
এরমধ্য়েই আজ দুপুরে সনিয়া ও মমতার ডাকে আজ বিরোধী-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক। সূত্রে খবর, বিরোধীদের নিয়ে এই বৈঠকের জন্য গতকাল ফোন করে মমতাকে প্রস্তাব দেন কংগ্রেস সভানেত্রী। মমতা প্রস্তাব দেন বৈঠকের আলোচ্য বিষয় হোক করোনা পরিস্থিতিতে নিট এবং জেইই-র বিরোধিতা। সনিয়া সেই প্রস্তাব মেনে নেন বলে এএনআই সূত্রে খবর।
আজ দুপুর আড়াইটেয় এই ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা। কংগ্রেস-শাসিত ছত্তীসগঢ়, পঞ্জাব, পুদুচেরির পাশাপাশি ঝাড়খণ্ড, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদেরও এই বৈঠকে যোগ দেওয়ার কথা। জিএসটি বাবদ রাজ্যগুলির পাওনা বকেয়া নিয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
Education Loan Information:
Calculate Education Loan EMI