ওই টুইটে জামিয়ার ভেতর দাঙ্গা পুলিশ যেভাবে ঢোকে তা বিদ্রূপ করা হয়, বলা হয়, জামিয়ায় স্বাধীনতা এসেছে। দেখা যায়, তাতে লাইক দিয়েছেন বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছের লোক বলে পরিচিত অক্ষয় কুমার।
কিন্তু এরপরেই ওই টুইট আনলাইক করে দেন অক্ষয়। পরে টুইট করেন, নেহাত ভুল করে টুইটটিতে লাইক দিয়ে ফেলেন তিনি। টুইটার চেক করছিলেন, তখন টুইটটিতে লাইক পড়ে যায়, সঙ্গে সঙ্গে আনলাইক করেন। কারণ এ ধরনের কাজ কোনওভাবেই সমর্থনযোগ্য নয় তাঁর কাছে।
অক্ষয়ের সাফাইয়ের রিটুইট হয়েছে ৪৫০০, লাইক ২৮,০০০-এর বেশি। অনেকেই ট্রোল করেছেন তাঁকে। কানাডার নাগরিকত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক সামলাচ্ছেন অক্ষয় কুমার। তবে অল্পদিন আগে জানিয়েছেন, ভারতের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন তিনি।