মুম্বই: লকডাউন শুরু হওয়ার সময় অক্ষয় কুমারের সূর্যবংশী ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু এরপরেই সব সিনেমা হল বন্ধ হয়ে যায়, থেমে যায় শ্যুটিং। অক্ষয় বলেছেন, কেরিয়ারে এতদিন এভাবে বাড়িতে বসে থাকা তাঁর এই প্রথম।

অনলাইনে এক আলাপচারিতায় অক্ষয় বলেছেন, এই সময়টা সহজেই ২-৩টে ছবি করে ফেলতে পারতেন তিনি। কিন্তু লকডাউনের জেরে ৩ মাসের বেশি হয়ে গেল, তিনি ঘরে বসে। এই সময়টা পরিবারের সঙ্গে প্রচুর খেলা দেখেছেন, স্ত্রী টুইঙ্কলের সঙ্গে শো দেখেছেন, ছেলের সঙ্গে খাবার বেক করেছেন, মায়ের সঙ্গে খেলেছেন তাস। পাশাপাশি বাড়িতে থেকেই বিজ্ঞাপনের শ্যুটিংও করেছেন কিছু।

লকডাউন ধীরে ধীরে শিথিল হলেও এখনও কোনও ছবি বড় পর্দায় মুক্তি পায়নি। অক্ষয় বলেছেন, ফার্স্ট ডে ফার্স্ট শো-র সেই জাদু মিস করছেন তিনি। যখন ছোট ছিলেন, বাবা মায়ের সঙ্গে সিনেমা দেখতে যেতেন। ছবি দেখার জনন্য দুপুরের খাওয়া মিস হয়ে যেত। তাই এখন দর্শকদের মনের অবস্থা তিনি বুঝতে পারেন। অনুরাগীদের তাঁর ধন্যবাদ এত ভালবাসার জন্য।