নয়াদিল্লি: মাঝ আকাশে ছিটকে বেরিয়ে গেল বিমানের দরজা। প্রাণ হাতে করে মাটি ছুঁলেন যাত্রীরা। আলাস্কা এয়ারলাইন্সের বিমানে চেপে যাত্রার সময় এমনই ঘটনা ঘটল। সোশ্যাল মিডিয়ায় ওই মুহূর্তের ভিডিও সামনে এসেছে, তাতে যাত্রীদের সকলকে অক্সিজেনমাস্ক পরে বসে থাকতে দেখা গিয়েছে। ছিটকে বেরিয়ে যাওয়া দরজা দিয়ে রাতের আকাশের তারা পর্যন্ত দেখা গিয়েছে। সেই অবস্থায় তড়িঘড়ি অবতরণ করে বিমানটি। একটুর জন্য প্রাণে বাঁচলেন বিমানের যাত্রীরা।
আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং 737-9 MAX বিমানে চেপে যাত্রার সময় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, পোর্টল্যান্ড থেকে অন্টারিও যাচ্ছিল বিমানচি। সেই সময়ই, ভর সন্ধেয় মাঝ আকাশে এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থেকে উড়ানের কিছু ক্ষণ পরই মাঝ আকাশএ ছিটকে বেরিয়ে যায় বিমানটির দরজা। তড়িঘড়ি বিমান ঘুরিয়ে পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
আলাস্কা এয়ারলাইন্সের তরফে বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। তারা জানিয়েছে, সন্ধেয় উড়ানের কিছু ক্ষণ পরই এই ঘটনা ঘটে। ১৭১ যাত্রী এবং ছ'জন বিমানকর্মীকে নিয়ে নিরাপদেই পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানে নেমেছে বিমানটি। ঠিক কী ঘটেছিল, খতিয়ে দেখা বচ্ছে। তদন্তে যেমন তথ্য উঠে আসবে, সেই তথ্য প্রকাশ করা হবে। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন: Bangladesh Train Fire : ভোটের আগে বাংলাদেশে চলন্ত ট্রেনে আগুন, পুড়ে মৃত ৫, আহত বহু
US National Transportation Safety Board-ও বিষয়টি খতিয়ে দেখছে। জানা গিয়েছে, যে সময় দরজা খুলে বেরিয়ে যায়, সেই সময় মাটি থেকে ১৬ হাজার ৩২৫ ফুট উপরে ছিল বিমানটি। দরজা খুলে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে বিমানটিকে ঘোরানো হয়। নিরাপদে ফের পোর্টল্যান্ড বিমানবন্দরেই অবতরণ করানো হয় সকলকে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে যাত্রীদের সকলকে আতঙ্কিত অবস্থায় দেখা গিয়েছে। বিমানের এক কর্মী তাঁদের আশ্বাস জোগাচ্ছেন, এমন ভিডিও-ও সামনে এসেছে।
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, গত ১ অক্টোবরই বিমানটি তাদের হাতে আসে। ১১ নভেম্বর সেটিতে চাপিয়ে যাত্রী পরিবহণ শুরু হয়। সেই থেকে এখনও পর্যন্ত ১৪৫ বার আকাশে উড়েছে বিমানটি। তার পর থেকে তেমন কোনও বিপত্তি দেখা যায়নি। তাই মাঝ আকাশে দরজা খুলে বেরিয়ে যাওয়ার বিষয়টি যথেষ্ট উদ্বেগের। কী কারণে এমন ঘটল, তা বিশদে খতিয়ে দেখা হবে।