ঢাকা : বাংলাদেশের দুয়ারে ভোট। আগামী রবিবার বাংলাদেশে নির্বাচন ( Bangladesh Election )। ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে জাতীয় সংসদের মোট ৩০০টি আসনে । আর তার আগেই শুক্রবার ঢাকার গোপীবাগে ( Dhaka Gopibag ) বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগে। অগ্নিসংযোগ করেন দুষ্কৃতীরা, অভিযোগ এমনটাই। শুধু ট্রেনে আগুন লাগা নয়, শুক্রবার নানা হিংসাত্মক ঘটনা ঘটে। তাই ট্রেনে আগুন লাগার ঘটনাকেই নির্বাচন পূর্ববর্তী হিংসা বলেই ধরা হচ্ছে।
ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কমলাপুর স্টেশনের কাছে। বাংলাদেশের সংবাদমাধ্যম অনুসারে, রাতে ঢাকার গোলাপবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। শেষ পাওয়া খবর অনুসারে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। ট্রেনে ভারতীয় যাত্রী থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদে শের সংবাদমাধ্যমের দাবি, গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুন ও নাশকতার ঘটনায় মোট নয় জনের মৃত্যু হল।
আরও পড়ুন :
মহিলাদের সামনে রেখে বিক্ষোভ, উড়ে এল ইট, ভাঙল কাচ, শঙ্কর আঢ্যকে গ্রেফতার করতে গিয়ে ফের আক্রান্ত ED