মন্ট্রিল: করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিত্সায় ও নতুন করে সংক্রমণ প্রতিরোধে ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার নিয়ে সতর্কবার্তা জারি করল কানাডার স্বাস্থ্য কর্তৃপক্ষ।


কানাডার সরকারি স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে পোস্ট করা নোটে জানিয়েছে, ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইনের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। এই ওষুধগুলি শুধুমাত্র চিকিত্করের তত্ত্বাবধানেই প্রয়োগ করা যেতে পারে।

নোটে বলা হয়েছে, কোভিড-১৯-এর প্রতিরোধে বা চিকিত্সায় কেউ কেউ সরাসরি ক্লোরোকুইন বা হাইড্রোক্সিক্লোরোকুইন কিনতে পারেন বা ব্যবহার করতে পারেন, এ কথা ভেবে কানাডার স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন। এভাবে নিজে থেকে ওষুধের ব্যবহারে হৃদস্পন্দনের গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

ইউরোপীয় মেডিসিন এজেন্সি ও মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চলতি সপ্তাহ একই ধরনের সতর্কবার্তা জারি করেছিল।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প করোনাভাইরাস আক্রান্তের চিকিত্সায় এই ওষুধের ব্যবহারের সম্ভাবনার কথা বলেছিলেন।

হেল্থ কানাডা বলেছে, এই ওষুধ ম্যালেরিয়া, লুপাস এবং রেউমাটোইড আর্থাইটিসের চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত। কিন্তু এই ওষুধের ব্যবহারে লিভার, কিডনি ও নার্ভাস সিস্টেমে সমস্যা দেখা দিতে পারে। হৃস্পন্দনের ক্ষেত্রে এর প্রভাব গুরুতর হতে পারে।