মুম্বই: বরাবরই বিতর্কে থাকেন তিনি। ফের বিস্ফোরক অভিনেত্রী কঙ্গনা রানাউত। ট্যুইট করে ক্ষোভ উগরে দিলেন তিনি। কোনও রাজনৈতিক দলের প্রিয় নন বলে বৃহস্পতিবার ট্যুইট করেন তিনি। শিবসেনার সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক তাঁর। এই আবহে গুজব ছড়ায়, বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। তবে তাঁর এই ট্য়ুইটে স্পষ্ট আপাতত কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না তিনি।


ঠিক কী লিখেছিলেন কঙ্গনা? আমি ভোট টানার মতো মুখ নই। আমার শুভাকাঙ্খীরা একথা আমাকে বহুবার বলেছেন। তাই আমাকে কোনও রাজনৈতিক দল পছন্দ করে না। তবে নিজের জগতে তাঁকে সবাই পছন্দ করেন বলে উল্লেখ করেছেন কঙ্গনা। এদিন তিনি আরও লেখেন, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে সৎ থেকেছি। কিন্তু তা সত্বেও আমাকে অনেকেই পছন্দ করেন না। বেশিরভাগ হিন্দু আমাকে ঘৃণা করেন। করণী সেনার সঙ্গে মনিকর্নিকায় যুদ্ধের দৃশ্য থাকায় আমাকে হুমকির মুখে পড়তে হয়। আমি ইসলামের বিরোধিতা করায় বহু মুসলিম আমাকে ঘৃণা করেন।


 কিন্তু কেন হঠাৎ এই প্রসঙ্গ তুললেন কঙ্গনা? কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন গায়ক দিলজিৎ দোশাঞ্জ। তাঁকে কটাক্ষ করেন কঙ্গনা রানাউত। কৃষক আন্দোলনের বিরোধিতা করে ট্যুইটে আক্রমণ করেন দিলজিৎকে। শুধু তাই নয়, এই বক্তব্যের জন্য নিজের হয়ে সাফাই গেয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, এক খালিস্তানীদের জন্য লড়াই করেছিলাম। কিন্তু শিখরা এখন আমার বিরুদ্ধে কথা বলছে। উল্লেখ্য, কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরোধিতায় নেমেছেন কৃষকরা। গত ২৬ নভেম্বর থেকে তাঁরা রাজধানীর রাজপথে আন্দোলন করছেন। আর এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বহু মানুষ। তালিকায় আছেন বিরোধী দলের নেতা থেকে অভিনেতা –অভিনেত্রীরা।