নয়াদিল্লি: ১০ জানুয়ারি গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২০-এর সূচনা করতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু নাগরিকত্ব ইস্যুতে উত্তরপূর্ব ভারতে অশান্তির আবহে তিনি গুয়াহাটি সফর বন্ধ রাখতে পারেন বলে খবর। অসমের ছাত্র সংগঠন আসু আগেই জানিয়েছে, প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে এলে তাঁকে তুমুল বিক্ষোভ দেখানো হবে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে তারা।
দেশে খেলাধূলার সংস্কৃতি তৈরি করতে ২০১৮-য় চালু হয় খেলো ইন্ডিয়া গেমস। ১০ থেকে ২২ জানুয়ারি তা চলার কথা এবার।
খেলো ইন্ডিয়া গেমস-এর সিইও অবিনাশ জোশী মিডিয়াকে বলেছেন, আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। এখনও তাঁর তরফে না আসার খবর পাকা করা হয়নি। তবে ঘরোয়া স্তরে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে, উনি আসছেন না।
প্রসঙ্গত, সিএএ-বিরোধী প্রতিবাদ, আন্দোলনে অসমে ব্যাপক অশান্তির মধ্যেই গত বছরের ১৫ থেকে ১৭ ডিসেম্বর নির্ধারিত বার্ষিক ভারত-জাপান শীর্ষবৈঠকও বাতিল করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রস্তাবিত বৈঠকও স্থগিত রাখা হয়।
নাগরিকত্ব ইস্যুতে গত দু বছর ধরে লাগাতার বিক্ষোভের সাক্ষী থেকেছে অসম। কিন্তু গত ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয়ে আইন হওয়ার পর বিক্ষোভের মাত্রা বেড়েছে। গত মাসে আইনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে পুলিশের গুলিতে অন্তত চারজন ও দুষ্কৃতীদের হিংসায় আরও দুজন নিহত হয় বলে খবর।
সিএএ-বিরোধী প্রতিবাদের জের, আসুর হুমকি, গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া গেমস উদ্বোধনে আসছেন না প্রধানমন্ত্রী?
Web Desk, ABP Ananda
Updated at:
08 Jan 2020 08:35 PM (IST)
সিএএ-বিরোধী প্রতিবাদ, আন্দোলনে অসমে ব্যাপক অশান্তির মধ্যেই গত বছরের ১৫ থেকে ১৭ ডিসেম্বর নির্ধারিত বার্ষিক ভারত-জাপান শীর্ষবৈঠকও বাতিল করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রস্তাবিত বৈঠকও স্থগিত রাখা হয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -