নয়াদিল্লি: মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত একাধিক কর্মীদের অসুস্থতার (Sick leave) জেরে ৯০টির বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে বা দেরিতে ছাড়তে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। এবার আগামী কয়েকদিনে আরও ফ্লাইট বাতিল করা বা পরিষেবা সীমিত করা হবে বলে বুধবার জানালেন ওই বিমান সংস্থার সিইও অলোক সিং।
এপ্রসঙ্গে একটি তিনি বিবৃতি প্রকাশ করে তিনি বলেন,"গতকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের ১০০ জনের বেশি সহকর্মী অসুস্থতার কারণে শেষ মুহূর্তে তাঁদের দায়িত্ব পালন করতে সক্ষম হননি। এর ফলে আমাদের পরিষেবায় প্রচুর ব্যাঘাত ঘটেছে। কারণ যাঁরা অসুস্থতার কারণে শেষ মুহূর্তে দায়িত্ব পালন করতে পারেননি তাঁরা সবাই এল ওয়ান রোলে বা বিমান পরিবেষার প্রধান দায়িত্বে ছিলেন। তাঁদের অনুপস্থিতির কারণে অন্য সহকর্মীরা ডিউটি করতে এলেও ৯০টির বেশি ফ্লাইটের পরিষেবা সীমিত বা বাতিল করতে হয়েছে।"
ওই বিবৃতিতে অলোক সিং আরও উল্লেখ করেছেন, "বিমান পরিষেবায় এই ধরনের ব্যাঘাত ঘটার প্রভাব পড়েছে আমাদের গোটা নেটওয়ার্কের ওপর। আর এর ফলে আগামী কয়েকদিনে আমরা বিমান পরিষেবা আরও সীমিত করতে বাধ্য হচ্ছি। কর্মীদের অনুপস্থিতিতে জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা স্বাভাবিক করার জন্যই এটা আমাদের করতেই হবে।"
এই পরিস্থিতির মধ্যেও সংস্থার যে কর্মীরা কাজে যোগ দিয়ে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছেন বুধবার তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান এয়ার ইন্ডিয়ার সিইও অলোক সিং। বলেন, "১০০ জনের বেশি অসুস্থ হওয়ার কারণ দেখিয়ে কাজে যোগ না দিলেও বাকি ২ হাজার জন কর্মী কিন্তু, নিজেদের দায়িত্ব পালনে সচেতন রয়েছেন। তাঁরা আমাদের অতিথিদের আন্তরিকভাবে পরিষেবা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এই ক্রাইসিসের সময় যাঁরা বিমান সংস্থার সঙ্গে রয়েছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি যে সমস্ত কর্মীরা কাজে যোগ দেননি তাঁরা যদি মনে করেন তাহলে যেকোনও বিষয়ে কথা বলার জন্য সংস্থা সব পথ খোলা রেখেছে।"
এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা এভাবে ব্যাহত হওয়ার জেরে চিন্তিত হয়ে পড়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকও। ইতিমধ্যেই তারা এই বিষয়ে বিমান সংস্থার কাছে বিস্তারিত রিপোর্টও তলব করেছে। সেই সঙ্গে তাড়াতাড়ি সমস্যা সমাধান করার জন্য এয়ার ইন্ডিয়াকে অনুরোধ করা হয়েছে মন্ত্রকের তরফে। বর্তমান পরিস্থিতির জেরে যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
আচমকা এই ঘটনা ঘটার বিস্তারিত কারণ জানা না গেলও সূত্রের খবর, বিমান সংস্থার কিছু সিনিয়র কর্মী পরিষেবা শুরুর ঠিক আগে আচমকা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নিজেদের মোবাইল ফোনের সুইচ অফ করে দেন।
এয়ার ইন্ডিয়া সূত্রে আরও জানা গেছে, খারাপ ব্যবহার ও কাজে যোগ না দেওয়ার জন্য ইতিমধ্যেই ৩০ জন কর্মীকে বরখাস্ত করেছে ওই বিমান পরিষেবা সংস্থা। পাশাপাশি অন্যদের বিকেল ৪ টের মধ্যে কাজে যোগ না দেওয়ার নায্য কারণ জানাতে বলা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।