হায়দরাবাদ: রাখে করোনা মারে কে! করোনার জেরে গোটা বিশ্বে পড়াশোনা ডকে উঠতে বসলেও হায়দরাবাদের এক বাসিন্দার কাছে এই লকডাউন আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। ৩৩ বছর ধরে নাগাড়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর অবশেষে এবার তিনি পাশ করে গিয়েছেন।


৫১ বছরের এই ব্যক্তির নাম মহম্মদ নুরুদ্দিন। ইংরেজিতে কাঁচা, শেখানোরও কেউ নেই। ফলে ৩৩ বছর ধরে মাধ্যমিক দিয়ে গেলেও পাশ করতে পারেননি। কিন্তু এ বছর নুরুদ্দিনের ভাগ্যে বহু প্রতীক্ষিত সেই শিকে ছিঁড়েছে, কারণ তেলঙ্গানা সরকার করোনার জেরে দশম শ্রেণির সব পড়ুয়াকে একাদশ শ্রেণিতে তুলে দিয়েছে, কোনও পরীক্ষায় বসতে হয়নি। বেজায় খুশি নুরুদ্দিন জানিয়েছেন, ইংরেজির গাড্ডায় বারবার তাঁর তরী ঠেকেছে, পড়ানোরও কেউ ছিল না। তবে ভাই আর বোন বরাবর তাঁকে পড়াশোনায় সাহায্য করেছেন। প্রতি বছর ফেল করেছেন, তবু দশম শ্রেণির পরীক্ষা দিয়ে গিয়েছেন, কারণ নিরাপত্তা রক্ষীর চাকরি পেতে গেলে দশম শ্রেণির পরীক্ষার পাস সার্টিফিকেট আনতে হয়।

সৌভাগ্যক্রমে মাধ্যমিক পাশের সার্টিফিকেট না দেখিয়েই নিরাপত্তা রক্ষীর একটি চাকরি পেয়েছেন নুরুদ্দিন। উননব্বই সাল থেকে এই চাকরি করছেন, এখন মাইনে ৭,০০০ টাকা। ৪ ছেলেমেয়ে রয়েছে তাঁর। এবার মাধ্যমিক উতরে গিয়েছেন যখন, উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে চান। জানিয়েছেন নুরুদ্দিন।