মুম্বই:  মহারাষ্ট্রে ওমিক্রন রুখতে এবার কড়া সিদ্ধান্ত নিল উদ্ধব ঠাকরে সরকার। গত কয়েকদিনে মহারাষ্ট্রে বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের সংক্রমক প্রজাতি ওমিক্রন। তাই শনিবার ও রবিবার ১৪৪ ধারা জারি করল সে রাজ্যের প্রশাসন। 


আরব সাগরের তীরের শহরটিতে জনগণ বা যানবাহনের সমাবেশ, মোর্চা, মিছিল ইত্যাদি এখন নিষিদ্ধ। যারা এই নিয়ম লঙ্ঘন করবে তাঁদের ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবং অন্যান্য আইনি মোতাবেক শাস্তি দেওয়া হবে। শুক্রবার মহারাষ্ট্রে সাত ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে। তাদের মধ্যে রয়েছে এই শিশুও। এদিকে এপর্যন্ত দেশে ২৫ জন নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানান স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। 


   


আরও পড়ুন, দেশে বাড়ছে ওমিক্রন, আক্রান্ত শিশুও; উপসর্গ কতটা চিন্তার?


শুক্রবারকেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক  জানিয়েছিল, ভারতের পাঁচটি রাজ্যে মোট ২৬ টি ওমিক্রন কেস ধরা পড়েছে। ৯ টি রাজস্থানে, ৩ টি গুজরাটে, ১১ টি মহারাষ্ট্রে, ২ টি কর্ণাটকে এবং ১টি ওমিক্রন সংক্রমণের ঘটনা ধরা পড়েছে দিল্লিতে। তারপরই মহারাষ্ট্র থেকে শুক্রবার  আরও ৬ টি নতুন ওমিক্রণ সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। ফলে রাজ্যের ওমিক্রন রোগীর সংখ্যা পৌঁছল ১৭-তে, আর দেশের ৩২-এ।  তবে প্রত্যেকেরই শরীরেই উপসর্গ রয়েছে একেবারে হালকা, কারওর শ্বাসকষ্টও নেই।                             


এদিকে, কোভিড-১৯ (Covid-19) বুস্টার শট (Booster Dose) পাওয়ার পরেও ওমিক্রন (Omicron) আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরের (Singapore) দুই বাসিন্দা। বৃহস্পতিবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানায়, ২৪ বছর বয়সি এক মহিলা যিনি বিমানবন্দরে কর্মরত ছিলেন ও ডিসেম্বরে জার্মানি থেকে আসা এক ব্যক্তি- দু'জনেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ পেয়েছেন। কিন্তু বুস্টার ডোজ পাওয়ার পরও কেন আক্রান্ত হলেন ওমিক্রনে তা নিয়ে প্রশ্ন উঠছে।