নয়াদিল্লি: গত মাসে ভারত মহাসাগরে ঢুকে পড়েছিল একটি চিনা জাহাজ। ভারতীয় নৌসেনা জানিয়েছে, ওই রিসার্চ ভেসেলটি তাদের রাডারে টানা উঠে এসেছে। লাদাখে দু’দেশের মুখোমুখি অবস্থানের মধ্যেই ঘটেছে এই ঘটনা।


জাহাজের নাম ইউয়ান ওয়াং ক্লাস রিসার্চ ভেসেল। মালাক্কা প্রণালী দিয়ে গত মাসে ভারত মহাসাগরীয় এলাকায় ঢোকে জাহাজটি। ওই এলাকায় মোতায়েন থাকা নৌসেনা জাহাজ তার ওপর টানা নজরদারি চালায়। দিনকয়েক আগে জাহাজটি চিনে ফিরে গিয়েছে।

এ ধরনের রিসার্চ ভেসেল ভারত মহাসাগরে নিয়মিত পাঠাচ্ছে চিন। তারা ভারতীয় জলসীমায় কী কী ঘটছে সে ব্যাপারে গোপন তথ্য বার করার চেষ্টা করছে। গত ডিসেম্বরে আর একটি চিনা জাহাজ শি ইয়ান ১ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের কাছাকাছি চলে এসেছিল। নৌবাহিনীর নজরদারি বিমান সেটি ট্র্যাক করে, তারা ওই জাহাজকে ভারতীয় এলাকা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়।  আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের ওপর চরবৃত্তি করার জন্যও এ ধরনের জাহাজ ব্যবহার করা হয়। আন্দামান নিকোবর অবস্থানগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই এলাকা থেকে দিল্লি ভারত মহাসাগরীয় এলাকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় নজর রাখে। ইন্ডিয়ান এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অন্য কোনও দেশের গবেষণামূলক বা অন্যান্য কাজ আইনসম্মত নয়।