কলকাতা: ২০২১ এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য়ে পা রাখার পর থেকেই ক্রমাগত শাসক দলকে নিশানা করে চলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আজ তিনি নাম না করে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিবারকে বিঁধে টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘’পিসি বাংলাকে গরিব করে ছেড়েছেন। ২০১১-২০১২ সালে বাংলার মাথাপিছু নেট স্টেট ডোমেস্টিক প্রডাক্ট বা এনএসডিপি জাতীয় গড়ের তুলনায় কিছুটা বেশি ছিল। কিন্তু ২০১৮-২০১৯ এর তথ্য অনুযায়ী তা দাঁড়িয়েছে ১,০৯,৪৯১-তে। যা জাতীয় গড় ১.২৬ লক্ষের চেয়ে অনেক কম। গত ৯ বছরে বাংলায় একটা পরিবারেরই আয় বেড়েছে। ‘’ অর্থাত নাম না করে তিনি মুখ্যমন্ত্রীর পরিবারকেই নিশানা করেন।

এরপরই আসরে নামেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। টুইট করে মালব্যকে জবাব দিয়েছেন তিনি। টুইটার হ্যান্ডলে নুসরত লেখেন, ‘’অমিত মালব্য বলেছেন গত কয়েক বছরে একটা পরিবারের আয় বেড়েছে। নিজের অজ্ঞাতেই সত্য়িটা বলে ফেলেছেন তিনি। অমিত শাহর ছেলের সংস্থার আয় বেড়েছে প্রায় ১৫ হাজার শতাংশ। মালব্যজি কি এর রহস্যটা বলবেন?