এইমস থেকে ছাড়া পেলেন অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Aug 2020 09:07 AM (IST)
এ মাসের ২ তারিখ অমিত শাহ করোনা আক্রান্ত হন। তিনি নিজেই টুইট করে জানান সে কথা।
নয়াদিল্লি: দিল্লির এইমস থেকে ছুটি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৮ তারিখ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করোনা থেকে সেরে উঠলেও তাঁর শ্বাসকষ্ট ও গায়ে ব্যথা হচ্ছিল। এ মাসের ২ তারিখ অমিত শাহ করোনা আক্রান্ত হন। তিনি নিজেই টুইট করে জানান সে কথা। ১৪ তারিখ তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। মেদান্ত হাসপাতালে তাঁর চিকিৎসা চলে, সেরে ওঠার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন তিনি।