কলকাতা: সামনেই রাজ্যের শতাধিক পুরসভার ভোট। অমিত শাহর রবিবারের সভাকে, কার্যত পুরভোটের প্রচার-পর্বের শুরু হিসেবেই দেখছিল বিজেপি। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বারবারই বুঝিয়ে দিলেন, পুরসভা নয়, তাঁর পাখির চোখ ২০২১-এর বিধাসভা। প্রায় চল্লিশ মিনিটের বক্তৃতায় তাঁর মুখে একবারও শোনা গেল না পুরভোটের কথা। বক্তব্যে বারবারই উঠে এল বিধানসভার প্রসঙ্গ। মোদি সরকারের সেনাপতি বাংলার আমজনতাকে উদ্দেশ্য করে বললেন, ‘আপনারা দু’দশক কমিউনিস্টকে সুযোগ দিয়েছেন। মমতাকে ১০ বছর দিয়েছেন। উন্নতি হয়েছে? পাঁচ বছর মোদি সরকারকে সুযোগ দিন। সোনার বাংলা করে দেখাব।’ বিধানসভা ভোটের এক বছর আগেই পুরভোট। তাই পুরভোট থেকেই ওয়ার্ম আপ শুরু করবে বিজেপি, দাবি ওয়াকিবহাল মহলের। রবিবার সন্ধেয় নিউটাউনে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেন শাহ। সূত্রের খবর, এখন থেকে প্রতিমাসে একবার করে রাজ্যে আসবেন অমিত শাহ। পুজোর পর থেকে প্রতি মাসে সাত দিন করে থাকবেন এ রাজ্যে। সূত্রের খবর, রবিবার এমনটাই জানান প্রাক্তন সভাপতি। তিনি বলেন, এখন থেকেই বিধানসভা ভোটের জন্য ঝাঁপালে পুরভোটেও ভাল ফল হতে পারে। পাশাপাশি কর্মীদের চাঙ্গা করতে অমিত শাহ বলেন, একুশে পরিবর্তন হচ্ছেই, এই আত্মবিশ্বাস মনে গেঁথে নিতে হবে। কাদের প্রার্থী করা হবে, তার প্রস্তুতিও এখন থেকেই নেওয়ার নির্দেশ দিয়েছেনতিনি। অমিত শাহের সঙ্গেই এই কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন জে পি নাড্ডা।