কলকাতা: আমফান-দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের আদালতের দ্বারস্থ রাজ্য সরকার, যা নিয়ে রাজ্যকে আক্রমণ করেছে বাম-কংগ্রেস। মুখ্যমন্ত্রী সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ রাজ্যপালের। পাল্টা রাজ্যপালকে আক্রমণ করেছে তৃণমূল।
গত ১ ডিসেম্বর কেন্দ্রীয় সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা CAG-কে দিয়ে আমফান দুর্নীতির তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। ৩ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়। এবার এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার। ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীরা প্রথম থেকেই তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলছে।
এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের পুনর্বিবেচনার আর্জিকে ফের কটাক্ষ করেছে বাম-কংগ্রেস। মানুষের টাকা লুঠ হয়েছে, টাকা কালীঘাটে গেছে, সেজন্য ভয়, কটাক্ষ করেছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানের খোঁচা, দু কান কেটে রাজ্য আমফান নিয়ে আবারও কোর্টে গেছে। মানুষের সাড়ে ছয় হাজার কোটি টাকা লুঠ করা হয়েছে। ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ নিয়ে এদিন ফের সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন রাজ্যপাল। আমফানে আর্থিক সাহায্য দেওয়ায়, করোনা-মোকাবিলার বরাদ্দে দুর্নীতি হয়েছে। আদালত এ নিয়ে সিএজি-কে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল। মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না। রাজ্যপালকে পাল্টা জবাব দিয়ে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, একপেশে হয়ে রাজভবনে বিজেপির পার্টি অফিস করতে চাইছেন তিনি। রাজ্যপালের অপসারণের জন্য আমরা রাষ্ট্রপতি হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছি।
আমফান তছনচ করে দিয়েছে অসংখ্যা মানুষের জীবন। আর তার ত্রাণ নিয়ে যে রাজনীতি চলছে, আখেরে তার ডিভিডেন্ড ভোটে কোন দল পায়, সেটাই দেখার। বিজেপি, বাম ও কংগ্রেস যেমন আমফান ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ও আমফানের জন্য কেন্দ্রীয় সাহায্যের বঞ্চনার অভিযোগে খোদ নরেন্দ্র মোদিকে নিশানা করে কিছুদিন আগেই বলেন, এত বড় ঝড় হয়ে গেল, প্রধানমন্ত্রী বসিরহাটে নাটক করে গেলেন। বললেন ১ হাজার কোটি টাকা দিয়ে গেলেন। ওটা কার টাকা? আমার টাকা। অ্যাডভান্স দিয়ে গেছে। আমফানের টাকা আমরা দেব, আর কৈফিয়ত নেবে তোমরা? ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই!