কলকাতা: ভারতে প্রাণী উদ্ধার, যত্ন, সংরক্ষণ এবং পুনর্বাসন কর্মসূচি শুরু করছে রিলায়েন্স ফাউন্ডেশন। রিলায়েন্সের ডিরেক্টের অনন্ত অম্বানির এই বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে চলেছেন। অনন্ত আম্বানির বন্যপ্রাণী সংরক্ষণাগারের নাম ‘বনতারা’। যার অর্থ ‘বনের নক্ষত্র’। এই বিস্তৃত উদ্যোগটি মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জামনগর রিফাইনারি কমপ্লেক্সে অবস্থিত। গুজরাটের গ্রিন বেল্ট হিসাবে খ্যাত এই এলাকার আয়তন ৩ হাজার একর। অনন্তের প্রাক-বিয়ের আয়োজনও হয়েছিল তার প্রিয় এই স্থানে।
জানা গিয়েছে, ত্রিপুরায় একটি হাতি অসুস্থ হয়ে পড়ে। সেই খবর পাওয়ার পরই জামনগর থেকে প্রায় ৩৫০০ কিলোমিটার দূরে গজরাজের সেবার জন্য ২৪ ঘণ্টা দেখভালের জন্য চিকিৎসকদের একটি দল পাঠিয়েছেন মুকেশ অম্বানি-পুত্র।
এই ভিডিওটি Motivational quotes নামে একটি X অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে।
অনন্ত অম্বানির উদ্যোগে চালু হওয়া ‘বনতারা’ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ফাউন্ডেশনের অর্থায়নে চলে। আহত এবং বিপন্ন প্রাণীদের জন্য আশ্রয় ও চিকিৎসা দেওয়া হয়। প্রকল্পটি নিছক কোনো চিড়িয়াখানা নয় বরং একটি বিস্তৃত পুনর্বাসন কেন্দ্র।
আরও পড়ুন, সিঙ্গুরে সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়ে শুরু, হুড খোলা গাড়িতে চেপে প্রচার রচনার
২০০৮ সালে প্রথম হাতিদের উদ্ধার শুরু করেন অনন্ত। করোনাকালীন সময়ে বনতারাকে পূর্ণাঙ্গ রূপ দিতে শুরু করেছিলেন তিনি। যখন পুরো বিশ্বের মানুষ ভুগছিল, তখনই সবুজায়নের দিকেও নজর দেন অনন্ত। ২০২০ সাল থেকে শুরু হয় গ্রিনস জুলজিক্যাল রিসার্স অ্যান্ড রেসকিউ সেন্টার। এখন পর্যন্ত ৪৩ প্রজাতির ২ হাজার বন্যপ্রাণীকে পুনর্বাসন করেছেন অনন্ত অম্বানি।
বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত এই বন্যপ্রাণী সংরক্ষণাগারে রয়েছে নানা ধরনের চিকিৎসা সেবা। এর মধ্যে রয়েছে হাইড্রোথেরাপি পুল, জলাশয়, আকুপাংচার, হাইপারবারিক অক্সিজেন থেরাপি এবং লেজার থেরাপি, এন্ডোমেট্রিওসিস, ছানি, বাত, কিডনিতে পাথর, টিউমার নিরাময় ব্যবস্থা। হাতিদের দেখভালের জন্য বিশিষ্ট ডাক্তার, জীববিজ্ঞানী, প্যাথলজিস্ট, পুষ্টিবিদসহ ৫০০ জনের বিশেষ প্রশিক্ষিত পেশাদারদের একটি দল রয়েছে।