শ্রীনগর: থামল দিনসাতেকের রুদ্ধশ্বাস লড়াই, ভারতীয় নিরাপত্তাবাহিনীর আক্রমণে মারা গেল লস্কর-ই-তইবার এক কম্যান্ডার-সহ ২ জঙ্গি। নিহত লস্কর কম্যান্ডারের নাম উজেইর খান বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল ডিজি বিজয় কুমার। তবে দ্বিতীয় জঙ্গির দেহ দেখা গেলেও সেটি উদ্ধার করা যায়নি। অন্য দিকে ভারতীয় সেনার যে জওয়ান নিখোঁজ ছিলেন বলে শোনা যাচ্ছিল, গত কাল, সোমবার তাঁরও দেহ মেলে বলে সূত্রের খবর।


'অনন্তনাগ এনকাউন্টার'...
গত বুধবার থেকে কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় নিরাপত্তাবাহিনীর 'এনকাউন্টার' শুরু হয়। গাদোলের জঙ্গল এলাকার মধ্যে চলে গুলির লড়াই চলতে থাকে। গত বুধবারই মারা যান সেনার দুই অফিসার, মৃত্যু হয় জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাটের। তবে সংঘর্ষ থামেনি। ঘন জঙ্গল ও বন্ধুর ভূ-প্রকৃতির জেরে তুমুল অসুবিধার মুখে পড়তে হয় ভারতীয় নিরাপত্তাবাহিনীকে। সূত্রের খবর, নিহত লস্কর কম্যান্ডার উজেইর খান এলাকাটি হাতের তালুর মতো চিনত। বার বার তারই ফয়দা নেওয়ার চেষ্টা করেছে সন্ত্রাসবাদীরা। হাল ছাড়ার প্রশ্ন ছিল না, হাল ছাড়েনিও নিরাপত্তাবাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্র, বিশেষত অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে এমন ড্রোন নিয়ে আসা হয়। সেনা সূত্রে খবর, সেই ড্রোন ব্যবহার করেই একের পর এক জঙ্গি ডেরা উড়িয়ে দেওয়া হয়। রবিবার জঙ্গি ডেরা লক্ষ্য করে একাধিক মর্টার শেলও ছোড়া হয়। সেই রুদ্ধশ্বাস অভিযান আজ, মঙ্গলবার শেষ হলেও কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল ডিজি বিজয় কুমার জানিয়েছেন, এখনও তল্লাশি অভিযান চলবে।
এর মধ্যে, গত কাল সেনা সূত্রে খবর পাওয়া যায়, মেজর আশিস ধোনচাকের সঙ্গে যিনি নিখোঁজ হয়েছিলেন, সেই সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম প্রদীপ, আরও খবর সেনাসূত্রে। এই এনকাউন্টারে আগেই প্রাণ হারান কর্নেল মনপ্রীত সিংহ ও মেজর আশিস ধোনচাক, মারা যান পুলিশের ডিএসপি হুমায়ুন ভাটও। সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে ২-৩ জন জঙ্গির খোঁজে অনন্তনাগ জেলার গারোল গ্রামে যৌথ অভিযান শুরু করে সেনা ও পুলিশ। তার পরই তীব্র সংঘর্ষ। সূত্রের খবর, নিহত তিন জনের সাহায্যার্থে বিপুল 'রিইনফোর্সমেন্ট' পাঠানো হয়েছিল। কিন্তু তুমুল গুলির লড়াইয়ের মাঝ থেকে তাঁদের উদ্ধার করা যায়নি। বুধবারের হামলার দায়স্বীকার করে 'লস্কর-ই-তইবা'-র শাখা গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।সেপ্টেম্বরের গোড়ায় পাক অধিকৃত কাশ্মীরে 'দ্য রেজিস্ট্যান্স, ফ্রন্ট'-এর নেতা রিয়াজ আহমেদকে হত্যার বদলা হিসেবেই এই হামলা, দাবি তাদের। গোয়েন্দা সূত্রে অবশ্য খবর, গত এপ্রিলে, পুঞ্চ-এ ৫ সেনা জওয়ানের উপর হামলার নেপথ্যে জঙ্গিদের যে মডিউল কাজ করেছিল, বুধবারের হামলাও তাদেরই কাজ।


আরও পড়ুন:দেশের মাটিতে হিংসা ঘটানোর অভিযোগ, ভারত-কানাডা সংঘাত চরমে, উদ্বেগপ্রকাশ আমেরিকা-ব্রিটেনের