নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। যদিও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, কম্পনের তীব্রতা ছিল ৬.০৭। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। অন্য দিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূগর্ভের ৯০ কিলোমিটার গভীরে। (Andaman and Nicobar Islands Earthquake)

Continues below advertisement

রবিবার দুপুর ১২চা বেজে ৬ মিনিটে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান সাগরে, ভূগর্ভ থেকে ছড়িয়ে পড়ে কম্পন। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর মেলেনি। সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি এখনও পর্যন্ত। তবে বিশত তথ্য়ের জন্য অপেক্ষা করা হচ্ছে। (Earthquake News)

এর আগে, গত সপ্তাহে ভূমিকম্পে কেঁপে ওঠে লেহ্। সেবার রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে। পোর্ট ব্লেয়ার থেকে ১৩২ কিলোমিটার উত্তর-পূর্ব অংশ থেকে কম্পন ছড়ায়। অন্য দিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ৫.৮ তীব্রতায় মাটি কেঁপে ওঠে। সিটিজেন সিসমোগ্রাফ নেটওয়র্ক অফ রাস্পবেরি শেক জানিয়েছে, কম্পনের তীব্রতা ছিল ৬.০।

সিসমিক জোন ৫-এর মধ্যে পড়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতে ভূমিম্পের ঝুঁকির যে মাপকাঠি রয়েছে, সেই অনুযায়ী আন্দামান ও নিকোবর বিপজ্জনক অঞ্চলে অবস্থিত। সেই তালিকায় রয়েছে জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাতের কচ্ছের রণ, উত্তর বিহারও। বিপজ্জনক টেকটোনিক বলয়ের মধ্যে পড়ে এই সব অঞ্চল, যার দরুণ একটুতেই মাটি কেঁপে ওঠে।

অন্য দিকে, সুনামি সতর্কতা জারি হয়েছে জাপানেও। উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৬.৮ তীব্রতায় ভূমিকম্প ঘটে। আর তার পরই সুনামি সতর্কতা জারি করে জাপান। জানা গিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা বেজে ৩ মিনিটে মাটি কেঁপে ওঠে।