পশ্চিম মেদিনীপুর : SIR-এর ফর্ম বিলি করছেন BLO-র স্বামী ও তৃণমূল নেতা, ভাইরাল ভিডিও। পিংলা বিধানসভার খড়গপুর ২ ব্লকের তেঁতুলমুড়ি ১৩২ নম্বর বুথে তোলপাড়. BLO-র বদলে ফর্ম বিলি করছেন তাঁর স্বামী, সঙ্গী তৃণমূল পঞ্চায়েত সদস্য। ভিডিও ভাইরাল হতেই মুখ্য নির্বাচনী আধিকারিককে অভিযোগ দায়ের করেছে বিজেপি।
আরও পড়ুন, রাতের অন্ধকারে তৃণমূলের BLA-কে বাড়িতে ডেকে ফর্ম সর্টিংয়ের অভিযোগ BLO-র বিরুদ্ধে ! ভাইরাল ভিডিও
স্বামীকে দিয়ে ফর্ম বিলির কথা স্বীকার আইসিডিএস কর্মী BLO কবিতা রাউত দে-র। অন ডিউটিতে কাজ, তাই স্কুলের সময় ফর্ম বিলি করছেন স্বামী, স্বীকারোক্তি BLOর। সহযোগিতা করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তৃণমূলের BLO, দাবি BLO-র। পুরোটাই মিথ্যা, দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষ দে-র। BLO-র স্বামী ফর্ম বিলি করার সময় ওখান দিয়ে যাচ্ছিলেন, দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্যের।
প্রসঙ্গত, কোথাও তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সামনে চেয়ার পেতে ফর্ম বিলি। কোথাও ICDS কেন্দ্র থেকে ফর্ম বিলির অভিযোগ! রাজ্যে SIR শুরু হতেই দিকে দিকে নিয়মভঙ্গের অভিযোগ সামনে আসছে। বীরভূমের নলহাাটিতে রাতের অন্ধকারে তৃণমূলের বিএলএ-কে বাড়িতে ডেকে ফর্ম সর্টিংয়ের অভিযোগ উঠেছে বিএলও-র বিরুদ্ধে। খবর পেয়ে দলের কর্মীদের নিয়ে নলহাটির ১৫৯ নম্বর বুথের বিএলও, আমিনা বেগমের বাড়িতে যান বিজেপির বিএলএ।
বিজেপি কর্মীরা প্রতিবাদ করতে গেলে হম্বিতম্বি করেন তৃণমূলের বুথ লেভেল এজেন্টও।তৃণমূলের BLA দেবেশ দাস বলেন,আমি বলছি, তৃণমূল নেতা বলছি আমি, তুমি রেকর্ড করো...তুই রেকর্ড কর, তারপর দেখছি আমি কী করছি...এই ভিডিও-কে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, তৃণমূল কংগ্রেসের BLA-2 কে দিয়ে BLO নিজের ঘরে বসে সমস্ত সর্টিং করে অবৈধ ভোটারদের নাম ঢোকাতে চাইছেন। আমরা এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি এবং সংশ্লিষ্ট BLO-কে শোকজ করার দাবি জানাচ্ছি।
অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনায়, কল্যাণপুর পঞ্চায়েতের ১৭২ নম্বর বুথে, তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সামনে চেয়ার পেতে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। কল্য়াণপুরে বাসিন্দা সমীর দাঁ বলেন, তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল। আমরা প্রতিবেশী হিসেবে বিরোধিতা করি। ' কালনা কল্য়াণপুর পঞ্চায়েত ১৭২ নম্বর বুথ BLO পীযূষ মুর্মু বলেন, কালকে আমি বেরিয়েছিলাম সন্ধেবেলা ফর্ম বিলি করার জন্য। ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে ফর্মগুলো আমি শর্টিং করছিলাম। সেখানে কোনওরকম কোনও ফর্ম বিলি হয়নি। কালকে যেহেতু আলোর একটু অভাব ছিল ওইজন্য আমি বাড়ি বাড়ি গিয়ে কালকে দিতে পারিনি।