তেলেঙ্গানা: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধুন্ধুমার। বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার খোদ মুখ্যমন্ত্রীর বোন। তেলেঙ্গানা পুলিশ গ্রেফতার করল ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টির প্রতিষ্ঠাতা ওয়াইএস শর্মিলাকে (YS Sharmila)। যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহনের (Yeduguri Sandinti Jagan Mohan Reddy) বোন। অভিযোগ, গতকাল সোমবার পদযাত্রার সময় হামলা করা হয়। শান্তিপূর্ণ পদযাত্রা কেন হামলা? এই প্রশ্ন তুলে এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ দেখাতে শুরু শর্মিলা সহ দলীয় কর্মীরা। সেখান থেকেই তাঁদের গ্রেফতার করা হয়।
সোমবার পদযাত্রার সময় শর্মিলার গাড়ি এবং প্রচারের গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে এদিন প্রগতি ভবন ঘেরাওয়ের ডাক দেয় দল। এর আগে, ওয়াইএস শর্মিলার মা ওয়াইএস বিজয়মামাকে তেলেঙ্গানা পুলিশ গৃহবন্দি করেছিল। ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টির প্রধান ওয়াইএস শর্মিলার বিরুদ্ধে পুঞ্জগুট্টা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ শর্মিলার বিরুদ্ধে ৩৫৩, ৩৩৩, ৩২৭ ধারায় মামলা দায়ের করেছে।
ট্যুইটারে শর্মিলা লিখেছেন, “কে চন্দ্রশেখর রাওয়ের কাপুরুষোচিত কাজের জন্য হুমকি দেওয়া হচ্ছে না। কিন্তু আপনি যদি মনে করেন যে, পুলিশকে ব্যবহার করে, গুন্ডাদের দিয়ে গণতন্ত্রের হত্যা করবেন বা অপরাধে তাদের সামিল করবেন, তাহলে ভুল ভাবছেন। আপনি যেখানেই লুকিয়ে থাকুন, সেটা প্রগতি ভবনে বা আপনার ফার্ম হাউসে হতে পারে, আপনার পতন নিশ্চিত।’’
গাড়ির স্টিয়ারিং ছিল শর্মিলার হাতেই। সেই অবস্থাতেই গাড়ি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনের বোন শর্মিলার বিরুদ্ধে অভিযোগ, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে হায়দরাবাদের বেগমপেটে ক্যাম্প অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন তিনি। শুধু শর্মিলাই নন, ক্যাম্প অফিসে বিক্ষোভ দেখানোয় একাধিক নেতা কর্মীকে এদিন আটক করেছে হায়দরাবাদ পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, সোমবার পদযাত্রার সময় তাদের উপর অকারণে হামলা করা হয়। তাই ফের মঙ্গলবার পথে নামেন তাঁরা। তখনই তাঁদের গ্রেফতার করা হয়।