অমরাবতী: লকডাউনে বাড়ি থেকে বার হওয়ার উপায় নেই, আর ভাল লাগে না। একটু ভাল লাগাতে বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী জুটিয়ে তাস খেলতে বসেছিল অন্ধ্রের এক ট্রাক চালক। আর করোনা আক্রান্ত হলেন ২৪ জন। বিজয়ওয়াড়া শহরে এই ঘটনা ঘটেছে।
কৃষ্ণা জেলা ম্যাজিস্ট্রেট এ মহম্মদ ইমতিয়াজ জানিয়েছেন, ঠিক এভাবেই বিজয়ওয়াড়ারই কর্মিকা নগরে আর এক ট্রাক চালকের আড্ডা মারার ঠেলায় ১৫ জনের শরীরে করোনা ছড়িয়েছে।
যে ট্রাক চালকের থেকে ২৪ জনের শরীরে করোনা ছড়িয়েছে, সে কৃষ্ণা লঙ্কা এলাকার বাসিন্দা। টানা ঘরে থাকার একঘেয়েমি কাটাতে তাসের পার্টি বসিয়েছিল সে। আর মহিলারা খেলছিল টাম্বোলা। একঘেয়েমি কাটানোর পুরস্কার হিসেবে ২৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
ইমতিয়াজ বলেছেন, সোশ্যাল ডিসট্যান্সিং বন্ধ করতে না পারাই এই সব ঘটনায় করোনা সংক্রমণের একমাত্র কারণ। দূরত্ব বজায় রাখার জন্য মানুষের কাছে আবেদন করেছেন তিনি।
বিজয়ওয়াড়া ইতিমধ্যেই করোনা হটস্পট হয়ে উঠেছে, ১০০-র বেশি করোনা কেস এখানে ধরা পড়েছে। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন নতুন করে ২৫ জন।
সারাদিন ঘরে বন্দি, একঘেয়েমি কাটাতে বন্ধুদের সঙ্গে তাস খেলল ট্রাক চালক, করোনা আক্রান্ত হল ২৪ জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2020 10:13 AM (IST)
বিজয়ওয়াড়া ইতিমধ্যেই করোনা হটস্পট হয়ে উঠেছে, ১০০-র বেশি করোনা কেস এখানে ধরা পড়েছে। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন নতুন করে ২৫ জন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -