ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মান্থা। প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে আসছে ধেয়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালের মধ্য়ে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর ভয়ানক ধাক্কা দিতে পারে স্থলভাগে। ইতিমধ্যেই সতর্ক বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলি। দুর্যোগ -শঙ্কায় প্রহর গুণছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, ওড়িশা।  জগদ্ধাত্রী পুজোতেও দুর্যোগের আশঙ্কা? ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালের মধ্য়ে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সন্ধের পর অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ায় এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় তার গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ১১০ কিলোমিটার। এর জেরেই আজ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী জেলাগুলি হালকা ঝড়বৃষ্টি হতে পারে। কাল থেকে দক্ষিণঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। চলবে শুক্রবার পর্যন্ত।

Continues below advertisement

বাংলায় কতটা  প্রভাব

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছেনিম্নাঞ্চলে ভূমিধস এবং জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে

Continues below advertisement

অন্ধ্রপ্রদেশে বন্ধ স্কুল

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সোমবার অমরাবতীতে RTGS-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব নিয়ে আলোচনা করেছেনজেলাগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছেপ্রতি ঘণ্টায় ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি নিয়ে আলোচনাও করেছেন বলে খবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রাজ্য সরকার। দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে, দক্ষিণ রেলওয়ে দুটি ট্রেন পরিষেবা বাতিল করেছে। ২৭ অক্টোবরের বিশাখাপত্তনম-চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস (২২৮৬৯) এবং ২৮ অক্টোবরের চেন্নাই সেন্ট্রাল-বিশাখাপত্তনম এক্সপ্রেস (২২৮৭০)- এই দুই ট্রেন বাতিল করা হয়েছে। 

মান্থা আছড়ে পড়লে সব থেকে বেশি দুর্যোগ হতে পারে অন্ধ্রপ্রদেশেসে কথা মাথায় রেখে, আনাকাপল্লি জেলা প্রশাসন ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিনের ছুটি ঘোষণা করেছেকর্তৃপক্ষ ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের সতর্কতা জারি করেছে, শিক্ষার্থী এবং বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার কথা বলেছে। 

ওড়িশাতেও দুর্যোগ আশঙ্কা 

ওড়িশা দক্ষিণের আটটি জেলায় সৈকত থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। অন্যদিকে তেলঙ্গানা এবং চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের আশঙ্কা তৈরি হয়েছে।