মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে বারবার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটিং ফর্ম নিয়ে আলোচনা হয়েছে। তবে সাংবাদিক বৈঠকে নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগরকর বলে দিয়েছিলেন যে বিশ্বকাপের আগে সূর্যকুমারকেই কুড়ির ফর্ম্যাটে বিশ্বকাপে দেশের অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হচ্ছে। তবে এবার শোনা যাচ্ছে যে দ্রুত হয়ত নেতৃত্ব হারাতে পারেন সূর্যকুমার। তাহলে কি বিশ্বকাপের আগেই রদবদল হবে ভারতীয় ক্রিকেটে?
শুভমন গিলকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল কুড়ির ফর্ম্যাটে। তাঁকে ওয়ান ডে ও টেস্টে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার পর এমনটাই মনে করা হচ্ছিল যে গিলকেই ভবিষ্যতের জন্য টি-টোয়েন্টিতেও নেতা হিসেবে ভাবা হচ্ছে। তবে গিলের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম এই ফর্ম্য়াটে, তাঁর বিরুদ্ধে গিয়েছে। তার জন্য়ই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড থেকেই বাদ পড়তে হয়েছে গিলকে। সূর্যর ক্ষেত্রেও কি তেমনই হচ্ছে?
জানা যাচ্ছে যে বিশ্বকাপের আগে দলের ছন্দ যাতে নষ্ট না হয়, তার জন্য়ই সূর্যকে অধিনায়ক হিসবে রেখে দেওয়া হলেও টুর্নামেন্টের পরেই নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা হতে পারে সূর্যকে। তার অন্য়তম কারণ হতে পারে সূর্যর বয়স। ৩৫ ছুঁইছুঁই সূর্য দেশকে বিশ্বকাপ এনে দিলেও তাঁকে সরতে হতে পারে। ভবিষ্যতের কথা ভেবেই হয়ত অন্য় কাউকে এই ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে। উল্লেখ্য, সূর্যকুমারের নেতৃত্বেই নিউজিল্যান্ডের বিরুদ্দে পাঁচ ম্য়াচের টি-টােয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল।
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে নিজের ব্যাটিং ফর্ম নিয়ে মন্তব্য করেছেন সূর্যকুমার যাদব। তিনি যে বেশি চিন্তিত নন তাও বুঝিয়ে দিয়েছে। দ্রুত ছন্দে ফিরবেন, এই আশ্বাসও দিয়েছেন ডানহাতি ব্যাটার। সূর্য বলছেন, ''আমার বাকি যে ১৪ সৈনিক রয়েছে দলের, তারা আমাকে আগলে রেখেছে। তারা সবাই জানে যে আমি যখন ছন্দে ফিরব, তখন কী হতে পারে। আমি নিজেও আমার ব্যাটিং ফর্ম নিয়ে অনেক খাটছি। পরিশ্রম করছি। নিজের সেরাটা বের করে আনার চেষ্টা করে যাচ্ছি। আশা করি দ্রুত ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং ফর্ম ফিরিয়ে আনতে পারব মাঠে।'' এই ফর্ম্য়াটে একটা সময়ে ব্যাটিং ক্রমতালিকায় দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রেখেছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু সাম্প্রতিক অতীতে একেবারেই ফর্মের ধারেকাছে নেই তিনি।